Pakistan Cricket: বদলার পথে পাকিস্তান! মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাক টিম, জানালেন পিসিবি চেয়ারম্যান

ICC Women's World Cup 2025: এ বছরের ২৯ নভেম্বর থেকে শুরু হবে আইসিসি মেয়েদের বিশ্বকাপ। যা চলবে ২৬ অক্টোবর অবধি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

Pakistan Cricket: বদলার পথে পাকিস্তান! মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাক টিম, জানালেন পিসিবি চেয়ারম্যান
বদলার পথে পাকিস্তান! মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না পাক টিম, জানালেন পিসিবি চেয়ারম্যানImage Credit source: PCB X

Apr 20, 2025 | 1:08 PM

কলকাতা: ভারতের দেখানো পথেই হাঁটতে চলেছে পাকিস্তান! এমনটাই বলাবলি হচ্ছে ক্রিকেট মহলে। রোহিত শর্মার হাত ধরে ভারতীয় শিবিরে যে চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে, সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পিসিবি ও বিসিসিআইয়ের ঠান্ডা লড়াই লেগেছিল। পাক ক্রিকেট বোর্ড বার বার অনুরোধ করলেও পাকিস্তানে ভারতীয় পুরুষ ক্রিকেট টিম পাঠায়নি বিসিসিআই। এ বার পাক টিমের কাছে বদলা নেওয়ার সুযোগ! ভারতের মাটিতে মেয়েদের বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান ক্রিকেট টিম (Pakistan Cricket Team)। এমনটাই জানিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

এ যেন ইটের জবাব পাটকেলে! শনিবার পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানান, ভারতের মাটিতে পাকিস্তানের মহিলা ক্রিকেট টিম একদিনের বিশ্বকাপ খেলতে আসবে না। পাকিস্তানের ম্যাচগুলি নিরপেক্ষ ভেনুতে খেলার আর্জিও জানানো হয়েছে। কিছুদিন আগে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে খেলা হয়েছিল। সেই সময় দুই বোর্ড আলোচনার পর ঠিক করে যে, ২০২৭ পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে দুই দেশের ম্যাচ নিরপেক্ষ ভেনুতে হবে। সেই দাবিই এ বার নকভির মুখে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসেনি। নিরপেক্ষ ভেন্যুতে ওরা খেলেছিল। আমরাও এ বার সেটাই চাই। মেয়েদের বিশ্বকাপে যেখানে ম্যাচ দেওয়া হবে, সেখানেই খেলা হবে। এই নিয়ে চুক্তি হয়েছে। ফলে এমনটা মানা কাম্য।’

এ বছরের ২৯ নভেম্বর থেকে শুরু হবে আইসিসি মেয়েদের বিশ্বকাপ। যা চলবে ২৬ অক্টোবর অবধি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লাহোরে পাঁচটি কোয়ালিফায়ার ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট পেয়েছে পাকিস্তানের মেয়েদের টিম। উইমেন্স গ্রিন আর্মি হারিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশকে।