দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জয় পাকিস্তানের

Jan 29, 2021 | 6:52 PM

টানা ৮টি অ্যাওয়ে টেস্টে হার দক্ষিণ আফ্রিকার। ২০১৪ সালের পর থেকে এশিয়ার মাটিতেও কোনও টেস্ট জিততে পারেনি প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জয় পাকিস্তানের
সৌজন্যে-পাকিস্তান ক্রিকেট টুইটার

Follow Us

করাচি: ক্রিকেট মহলে চর্চায় পাকিস্তান। পাক ক্রিকেট ঘিরে বরাবরই উঠে এসেছে নানা বিতর্ক। এ বার কিন্তু কোনও বিতর্ক নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে জিতেছে। যার ফলে ১-০ তে এগিয়ে গেল বাবর আজমের দল। দল প্রথম টেস্ট জেতায় সমর্থকদের আশা সিরিজও জিতবে তাদের দল।

অনেকদিন পর পাক-ক্রিকেট দল টেস্ট জয়ের মুখ দেখল। দক্ষিণ আফ্রিকার মত দলের বিরুদ্ধে জয় পাক ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ফাওয়াদ আলির সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৭৮ রান করে পাকিস্তান।

 

আরও পড়ুন: স্পিন দিয়ে ইংল্যান্ডকে শেষ করা যাবে না: আর্চার

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ ২২০ রানে। এই সিরিজেই অভিষেক হয়েছে ৩৪ বছরের পাকিস্তানের বাঁ হাতি স্পিনার নৌমান আলির। প্রথম ও দ্বিতীয় ইনিংস মিলিয়ে সাতটি উইকেট তাঁর। দ্বিতীয় ইনিংসে ৮৮ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় পাকিস্তানের।

আরও পড়ুন: ভারতকেই এগিয়ে রাখছেন ইংল্যান্ডের প্রাক্তনরা

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় না পেলেও রেকর্ড গড়লেন কাগিসো রাবাডা। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার টেস্টে ২০০ উইকেটের নজির রাবাডার। সিরিজের দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে আগামী বৃহস্পতিবার থেকে।

আরও পড়ুন: হারের হ্যাটট্রিকে বিদায় শ্রীকান্তের

Next Article