
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আপাতত স্থগিত রাখা হয়েছে। বোর্ডের তরফে গত কালই জানানো হয়েছিল, এক সপ্তাহের জন্য স্থগিত করা হচ্ছে আইপিএল। পরবর্তী সূচি দ্রুতই জানানো হবে। বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব কিংস ও দিল্লি ক্য়াপিটালসের ম্যাচ চলছিল। পঞ্জাব ইনিংসের মাঝপথেই ফ্লাডলাইট সমস্যার জন্য ম্যাচ স্থগিত করা হয়। পরে অবশ্য় জানানো হয়, অপারেশন সিঁদুরের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ম্যাচ স্থগিত করা হয়েছিল। বর্ডার এলাকাগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এর মধ্যে পঞ্জাবও রয়েছে। আইপিএল দ্রুতই শুরু হবে, বিশ্বাস ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
সংবাদসংস্থা এএনআই-কে একটি সাক্ষাৎকারে সৌরভ নানা কথাই বলেছেন। আইপিএল স্থগিত হওয়ার পরই নানা সম্ভাবনা ঘুরছে। টুর্নামেন্ট আর হবে কি না, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। আবার বিদেশি প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকে নানা পরামর্শও দিচ্ছেন। যেমন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনই পরামর্শ দিয়েছেন, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি যদি তাঁদের দেশে করা যায়।
ভারতের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আইপিএলে প্রচুর বিদেশি প্লেয়ার খেলছে। একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলে বোর্ডকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করাই যায় দ্রুতই টুর্নামেন্ট আবারও শুরু হবে। আইপিএল এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।’ সৌরভ আরও যোগ করেন, ‘ধরমশালা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, জয়পুরের পরিস্থিতির জন্য এমন সিদ্ধান্ত। এই জায়গাগুলি আইপিএলের ভেনু। বর্তমান পরিস্থিতির নিরিখে এমন একটা সিদ্ধান্ত নিতে হত। সময়ের সঙ্গে পরিস্থিতির দ্রুতই উন্নতি হবে। পাকিস্তান খুব বেশি দিন চাপ সামলাতে পারবে না। আইপিএলও কমপ্লিট করবে ভারতীয় বোর্ড।’