IND vs BAN: ভারতীয় টিম নয়, এ তো আইপিএল একাদশ! পাক প্রাক্তনীর মন্তব্যে বিরাট ঝড়
Team India: টেস্ট সিরিজের মতো জয় দিয়ে টি-২০ সিরিজের শুরুটাও করল ভারত। স্কাইয়ের টিমে ঋষভ পন্থ, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালের মতো তারকারা খেলেননি। এখানে নজর কেড়েছেন মায়াঙ্ক যাদব, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়ারা।
কলকাতা: গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে মেন ইন ব্লুর দাপট দেখা গিয়েছে। তা নিয়ে আলোচনা জারি রয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় টিম বাংলাদেশকে ৩ ম্যাচের টি-২০ (T20) সিরিজের প্রথম ম্যাচে হারিয়েছে। টেস্ট সিরিজের মতো জয় দিয়ে টি-২০ সিরিজের শুরুটাও করল ভারত। স্কাইয়ের টিমে ঋষভ পন্থ, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালের মতো তারকারা খেলেননি। এখানে নজর কেড়েছেন মায়াঙ্ক যাদব, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়ারা। তারপরও পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে আইপিএল একাদশ খেলিয়েছে ভারত (India)। পাক প্রাক্তনীর এই মন্তব্যের পর ঝড় উঠেছে।
নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে এক ঝাঁক তরুণ তুর্কির উপর ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁরা সেই ভরসার দামও দিয়েছেন। ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। এরই মাঝে পাকিস্তানের বসিত আলি অভিযোগ তুলেছেন, ভারত বাংলাদেশএর বিরুদ্ধে আইপিএল একাদশ খেলিয়ে দিয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমার তো মনে হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ওটা আইপিএল একাদশ ছিল, ভারতীয় টিম ছিল না। ওই ম্যাচে যশস্বী, শুভমন, অক্ষর, পন্থ, শ্রেয়স, রবি বিষ্ণোইনা খেলেনি। তারপরও ১১ ওভারের মধ্যেই ওরা ম্যাচটা জিতে নিল। হার্দিক পান্ডিয়া ছক্কা হাঁকিয়ে দলকে জেতাল।’এমন মন্তব্যের কারণে প্রাক্তন পাক ক্রিকেটারকে যথেষ্ট উষ্মার মুখে পড়তে হয়েছে।
বসিত আলি অবশ্য চুপ করে থাকার পাত্র নন। তিনি আরও বলেন, ‘ভারত ওদের ক্রিকেট খেলার ধরন বদলেছে। দাপুটে হয়েছে। বাংলাদেশের মতো দল তো তাদের কাছে কিছুই নয়। এই বাংলাদেশই নাকি পাকিস্তানকে হোয়াইটওয়াশ (২-০) করেছিল? টেস্টে ভারতের কাছে প্রথম ম্যাচটা হেরেছিল। আর দ্বিতীয় ম্যাচটা তো ২ দিন নষ্ট হওয়ার পরও হারল। বৃষ্টি ওদের বাঁচাতে পারল না।’
Hardik Pandya finishes off in style in Gwalior 💥#TeamIndia win the #INDvBAN T20I series opener and take a 1⃣-0⃣ lead in the series 👌👌
Scorecard – https://t.co/Q8cyP5jXLe@IDFCFIRSTBank pic.twitter.com/uYAuibix7Q
— BCCI (@BCCI) October 6, 2024