IPL 2023 : মুখোমুখি হার্দিক-ক্রুণাল, ফিরে দেখা আইপিএলের সম্মুখসমরে দাদা-ভাই জুটি

Brothers in IPL: আইপিএলে (IPL) প্রথম দাদা-ভাই জুটি হল ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান ও ইউসুফ পাঠান। এরপর একাধিক দাদা-ভাই জুটিকে দেখা গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। চলতি আইপিএলেও (IPL 2023) রয়েছে ৩টি দাদা-ভাই জুটি। আজ, রবিবার আমেদাবাদে আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিতে দেখা যাবে ক্রুণাল পান্ডিয়াকে।

IPL 2023 : মুখোমুখি হার্দিক-ক্রুণাল, ফিরে দেখা আইপিএলের সম্মুখসমরে দাদা-ভাই জুটি
IPL 2023 : মুখোমুখি হার্দিক-ক্রুণাল, ফিরে দেখা আইপিএলের সম্মুখসমরে দাদা-ভাই জুটি Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 2:58 PM

আমেদাবাদ : আন্তর্জাতিক ক্রিকেটে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে দাদা-ভাই জুটিকে একসঙ্গে ২২ গজে দেখা গিয়েছে। এই যেমন – মার্ক এবং স্টিভ ওয়া অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় দলে খেলেছেন। জিম্বাবোয়ের হয়ে খেলেছেন অ্যান্ডি এবং গ্রান্ট ফ্লাওয়ার। পাকিস্তানের হয়ে খেলেছেন কামরান এবং উমর আকমল। আয়ারল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেভিন এবং নিল ও ব্রায়েন। জাতীয় দলের হয়ে একসঙ্গে দাদা-ভাইয়ের খেলার একাধিক উদাহরণ পাওয়া যাবে। তেমনই ভারতের কোটিপতি লিগেও বেশ কয়েকটি দাদা-ভাই জুটিতে খেলতে দেখা গিয়েছে। আইপিএলে (IPL) প্রথম দাদা-ভাই জুটি হল ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান ও ইউসুফ পাঠান। এরপর একাধিক দাদা-ভাই জুটিকে দেখা গিয়েছে আইপিএলে। চলতি আইপিএলে (IPL 2023) রয়েছে ৩টি দাদা-ভাই জুটি। আজ, রবিবার আমেদাবাদে আইপিএলের ম্যাচে দেখা যাবে হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়াকে যথাক্রমে গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসকে (GT vs LSG) নেতৃত্ব দিতে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক ঝলকে দেখে নিন আইপিএলের দাদা ভাই জুটির তালিকা —

  • ইরফান পাঠান ও ইউসুফ পাঠান (পাঠান ভাইয়েরা) – এই দুই ভাই আইপিএল-সহ ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটেও খেলেছেন।‌ আইপিএলে ইরফান পাঠান পঞ্জাব কিংসের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন। অন্যদিকে ইউসুফ পাঠান আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ডেবিউ করার পর কলকাতা নাইট রাইডার্স ও সানরাইডার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন।
  • হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়া (পান্ডিয়া ভাইয়েরা) – হার্দিক ও ক্রুণাল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেন। বর্তমানে হার্দিক খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। অন্যদিকে ক্রুণাল খেলেন লখনউ সুপার জায়ান্টসে।
  • টম কারান এবং স্যাম কারান (কারান ভাইয়েরা) – কেকেআরের জার্সিতে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন টম কারান। পরবর্তীতে তিনি রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন। বর্তমানে তিনি আর আইপিএলের সঙ্গে যুক্ত নন। স্যাম কারান কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএল ডেবিউ করেন। এ ছাড়া তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। বর্তমানে তিনি পঞ্জাব কিংসের জার্সিতে চলতি আইপিএলে খেলছেন।
  • শন মার্শ এবং মিচেল মার্শ (মার্শ ভাইয়েরা) – শন অতীতে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএলে খেলেছেন। বর্তমানে তিনি আর আইপিএলের সঙ্গে যুক্ত নন। ডেকান চার্জার্সের হয়ে মিচেলের আইপিএল ডেবিউ হয়েছিল। এরপর পুনে ওয়ারিয়র্স, রাইজিং পুনে সুপারজায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন।
  • অ্যালবি মর্কেল এবং মর্নি মর্কেল (মর্কেল ভাইয়েরা) – অ্যালবি অতীতে আইপিএলে খেলেছেন চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। মর্নি অতীতে আইপিএলে খেলেছেন রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বর্তমানে মর্কেল ব্রাদার্সরা আর আইপিএলে খেলেন না।
  • দীপক চাহার এবং রাহুল চাহার (চাহার ভাইয়েরা) – রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল ডেবিউ হওয়ার পর দীপক রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি খেলছেন। রাহুলের আইপিএল ডেবিউ হয়েছিল রাইজিং পুনে সুপার জায়ান্টসে। এরপর তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। বর্তমানে তিনি পঞ্জাব কিংসের হয়ে খেলেন।
  • ব্রেন্ডন ম্যাকালাম এবং নাথান ম্যাকালাম (ম্যাকালাম ভাইয়েরা) – ব্রেন্ডন অতীতে আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স, গুজরাট লায়ন্স, চেন্নাই সুপার কিংস ও আরসিবির হয়ে। নাথান আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলে খেলেছিলেন। বর্তমানে ম্যাকালাম ব্রাদার্সরা আইপিএলের সঙ্গে যুক্ত নন।
  • ডুয়ান জ্যানসেন এবং মার্কো জ্যানসেন (জ্যানসেন ভাইয়েরা) – মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মার্কোর আইপিএল ডেবিউ হয়েছিল। বর্তমানে তিনি খেলেন হায়দরাবাদে। তাঁর যমজ ভাই ডুয়ানের চলতি আইপিএলে মুম্বইয়ের জার্সিতে ডেবিউ হয়েছে ১৮ এপ্রিলের ম্যাচে।

উপরিল্লিখিত তালিকার মধ্যে ৩টি দাদা-ভাই জুটি এ বারের আইপিএলে খেলছে। সেই তিনটি জুটি হল – পান্ডিয়া ব্রাদার্স, চাহার ব্রাদার্স ও জ্যানসেন ব্রাদার্স।