Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS IPL 2025 Preview: সঙ্গী হতাশার অতীত, ভরসা চ্যাম্পিয়ন নেতা; কী হতে পারে PBKS কম্বিনেশন!

PBKS Best Playing XI: পঞ্জাব কিংসের অতীত সুখের নয়। শক্তিশালী দল গড়েও ট্রফি জিততে ব্যর্থ। হতাশার অতীত সঙ্গী হলেও এ বার ভরসা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। যিনি নিজেও দুর্দান্ত ছন্দে ছিলেন জাতীয় দলের হয়ে। সেই ফর্ম আইপিএলেও দেখার অপেক্ষায়।

PBKS IPL 2025 Preview: সঙ্গী হতাশার অতীত, ভরসা চ্যাম্পিয়ন নেতা; কী হতে পারে PBKS কম্বিনেশন!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 22, 2025 | 1:55 AM

নতুন মরসুম। নতুন জার্সিতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। গত কয়েক মরসুম খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। নেতৃত্ব দিয়েছেন। গত মরসুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু এ বার তাঁকে কেকেআর রিটেন করেনি। আইপিএলের মেগা অকশনে তাঁকে ২৬.৭৫ কোটির বিরাট দামে ছিনিয়ে নিয়েছে পঞ্জাব কিংস। মেগা অকশনে কয়েক মুহূর্তের জন্য সবচেয়ে দামি প্লেয়ার হয়ে উঠেছিলেন শ্রেয়সই। পরে ঋষভ পন্থকে ২৭ কোটিতে নেয় লখনউ। পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার।

পঞ্জাব কিংসের অতীত সুখের নয়। শক্তিশালী দল গড়েও ট্রফি জিততে ব্যর্থ। হতাশার অতীত সঙ্গী হলেও এ বার ভরসা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। যিনি নিজেও দুর্দান্ত ছন্দে ছিলেন জাতীয় দলের হয়ে। সেই ফর্ম আইপিএলেও দেখার অপেক্ষায়। পঞ্জাব কিংসে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে মিনি অস্ট্রেলিয়া স্কোয়াডও বলা যায়। ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে গতবারের আবিষ্কার শশাঙ্ক সিং রয়েছেন।

পঞ্জাব কিংসে নানা বিকল্প। এর মধ্যে থেকে সেরা একাদশ বেছে নেওয়াটাই চ্যালেঞ্জ। এখনও অবধি প্রস্তুতি এবং কম্বিনেশন ভাবনায় থাকতে পারে বলে অনুমান। বিদেশিদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। আইপিএলে অভিজ্ঞরাই মূল ভরসা হয়ে উঠতে পারেন। তেমনই একজন মার্কাস স্টইনিস। আরও একজনের কথা ভুললে চলবে না। গ্লেন ম্যাক্সওয়েল। স্কোয়াডে রয়েছেন আফগান অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই।

পঞ্জাব কিংসের দুটি হোম গ্রাউন্ড। একটি মুলানপুরের নতুন স্টেডিয়াম, আর একটি হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ ধরমশালা। মুলানপুরের স্টেডিয়ামে স্লো বোলাররা সুবিধা পেয়ে থাকেন। আর এখানে বেশি কার্যকরী ভূমিকা নিতে পারেন আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়া লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ব্যাটিংয়ে তেমনই বাড়তি নজর থাকবে তরুণ ওপেনার প্রিয়াংশ আর্যর দিকে। পঞ্জাব শিবির হয়তো আরও তারকা উপহার দিতে পারে এ বার। অবিনাশ। বড় শট খেলে নেটে ঝড় তুলেছেন। বোলিংয়ে টি-টোয়েন্টি স্পেশালিস্ট অর্শদীপ সিংয়ের কথাও ভুললে চলবে না।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।