Marco Jansen: ১২০ বছরে প্রথমবার… ৭ কোটির মার্কো ৭ উইকেট নিয়ে হাসি চওড়া করলেন PBKS মালকিন প্রীতির
Preity Zinta, PBKS: সৌদি আরবের জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ৭ কোটি টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকার তারকা মার্কো জ্যানসেনকে কিনেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। দেশের জার্সিতে মার্কো জ্বলে ওঠায় সকলেই বলাবলি করছেন প্রীতির মুখের হাসি চওড়া করলেন মার্কো।
কলকাতা: প্রীতি জিন্টার পঞ্জাব কিংসে খেলার আগেই উজ্জ্বল প্রোটিয়া তারকা মার্কো জ্যানসেন (Marco Jansen)। সৌদি আরবে হওয়া আইপিএলের মেগা নিলামে উঠেছিলেন মার্কো। বেস প্রাইস ছিল ১ কোটি ২৫ লক্ষ। সেখানে তাঁকে ৭ কোটি দিয়ে কিনেছে পঞ্জাব। আর তারপরই সেভেন স্টার পারফরম্যান্স দেখাচ্ছেন মার্কো। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ৭ উইকেট একাই সাবাড় করেন মার্কো। সেই সুবাদে একদিকে শ্রীলঙ্কা ৪২ রানে অলআউট হয়েছে এবং ইতিহাসের পাতায় নাম তুলেছেন মার্কো। আর এই পরিস্থিতিতে বলা হচ্ছে মার্কোর এই পারফরম্যান্স দেখে প্রীতির মুখে নিশ্চিতভাবে চওড়া হাসি ফুটে উঠছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে সিরিজের প্রথম টেস্টে সর্বনিম্ন রান তুলে অলআউট হয় শ্রীলঙ্কা। সেখানে ৬.৫ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ৭ উইকেট নেন মার্কো। তিনি ফেরান পাথুম নিশঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, প্রভাব জয়সূর্য, বিশ্ব ফের্নান্দো ও অসিথ ফের্নান্দোকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১২০ বছর পর কোনও বোলার ৭ ওভারের কমে ৭ উইকেট নিয়েছেন। এর আগে ১৯০৪ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে হিউ ট্রাম্বল নিয়েছিলেন ৭ উইকেট।
এই খবরটিও পড়ুন
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই স্পেলের সুবাদে মার্কো জ্যানসেন দ্রুত ৭ উইকেট নেওয়া বোলারদের তালিকায় যুগ্মভাবে প্রথম স্থানে পৌঁছে গিয়েছেন। বছর ২৪ এর মার্কো এখনও অবধি ১৩টি টেস্টে খেলে ৪৯টি উইকেট নিয়েছিলেন। কেরিয়ারের ১৪তম টেস্টে এসে সেরা বোলিং ইনিংস (৬.৫-১-১৩-৭) উপহার দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ডারবানে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৯১ রানে অলআউট হয়। এরপর প্রথম ইনিংসে ৪২ রানে অলআউট হয় ধনঞ্জয় ডি সিলভার শ্রীলঙ্কা। এরপর প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস শুরু হয়। তাতে ৫ উইকেটে ৩৬৬ রানে ইনিংস ডিক্লেয়ার করেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাভুমা।