Asia Cup: ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা প্রসঙ্গে কী বললেন পিসিবি প্রধান?

Asia Cup-Pakistan: এশিয়া কাপের ভেনু নিয়ে দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছে। কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হচ্ছিল না। ভারত যেমন পাকিস্তানে না খেলার বিষয়ে সিদ্ধান্তে অনড় ছিল, তেমনই পাকিস্তান বোর্ডের তরফেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না তারা। সেই বিষয়টিরই ব্য়াখ্য়া দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Asia Cup: ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা প্রসঙ্গে কী বললেন পিসিবি প্রধান?
Image Credit source: twitter, FILE
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2023 | 5:53 PM

লাহোর: এশিয়া কাপে পাকিস্তানে দল পাঠাবে না ভারত। সিদ্ধান্তে প্রথম থেকেই অনড় বিসিসিআই। দু’দিন আগেই এশিয়া কাপে ভারতের খেলা নিয়ে সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পাক ক্রিকেট বোর্ডের বৈঠকে ঠিক হয়, এশিয়া কাপে ভারত শুধুমাত্র নিরপেক্ষ ভেনুতে খেলবে। পাকিস্তানে আয়োজিত হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। এর কিছু ঘণ্টা পরই এক ইংরেজি দৈনিকে প্রকাশ হয়, একদিনের ক্রিকেট বিশ্বকাপেও ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান। এশিয়া কাপের মতো নিরপেক্ষ ভেনুতে বিশ্বকাপের ম্যাচ খেলবেন বাবর আজমরা। যে খবরের সত্যতা স্বীকার করেননি পাক বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠী। বরং ভুল খবর প্রকাশের জন্য সেই ইংরেজি দৈনিকের তীব্র নিন্দা করেছেন পিসিবি প্রধান। পাক বোর্ডের হাইব্রিড মডেলের যে খবর প্রকাশ্যে এসেছে তা একেবারেই ভুল, দাবি পিসিবি চেয়ারম্যানের। বিস্তারিত TV9Bangla-য়।

এশিয়া কাপের ভেনু নিয়ে দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছে। কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হচ্ছিল না। ভারত যেমন পাকিস্তানে না খেলার বিষয়ে সিদ্ধান্তে অনড় ছিল, তেমনই পাকিস্তান বোর্ডের তরফেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না তারা। সেই বিষয়টিরই ব্য়াখ্য়া দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাংবাদিক সম্মেলনে পিসিবি প্রধান নাজম শেঠী বলেন, ‘এশিয়া কাপে ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেনুতে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পাকিস্তানেই হবে। এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এর সঙ্গে একদিনের ক্রিকেট বিশ্বকাপের কোনও সম্পর্ক নেই। পাক বোর্ডের যে হাইব্রিড মডেলের কথা এক ইংরেজি দৈনিকে প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ ভুল। আইসিসিতে আমরা কোনও হাইব্রিড মডেল জমা দিইনি। এই মুহূর্তে আমাদের ভাবনায় শুধুমাত্র এশিয়া কাপ। দেশের মাটিতে সুষ্ঠুভাবে এশিয়া কাপ আয়োজন করতে চাই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে কোনও কথাই হয়নি। আমার মনে হয় না, এই মুহূর্তে আইসিসির কাছে এই হাইব্রিড মডেল জমা দেওয়ার সঠিক সময়।’

এ বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। তার আগেই রয়েছে এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে ভারতের এশিয়া কাপ খেলতে যাওয়ার জন্য প্রয়োজন কেন্দ্রীয় সরকারের অনুমতি। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেই অনুমতি না মেলার সম্ভাবনাই বেশি। তাই নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ খেলার আবেদন জানায় বিসিসিআই। এদিকে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনে অনড় পাক বোর্ডও। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে তাই বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে ‘সাপও মরে, লাঠিও না ভাঙে।’