Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Auction 2024: হাতে আর ক’দিন মাত্র, কবে কোথায় হবে আইপিএলের নিলাম?

PL 2024 Mini Auction Date,Time: ক্রিকেটের কোটিপতি লিগ নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনার শেষ নেই। আইপিএল মানে সন্ধে হলেই টিভির পর্দায় চোখ রাখা। অফিস থেকে বাস, ট্রাম সর্বত্র আলোচনায় কেকেআর, সিএসকে, আরসিবি। ইতিমধ্যেই আইপিএলেরে নিলামের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এ বার দুবাইতে বসবে মিনি নিলামের আসর। কিন্তু কবে?

IPL Auction 2024: হাতে আর ক'দিন মাত্র, কবে কোথায় হবে আইপিএলের নিলাম?
আইপিএল নিলাম
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 12:02 PM

নয়াদিল্লি: বিশ্বকাপ শেষ হতেই মাতামাতি শুরু হয়ে গিয়েছে আইপিএল নিয়ে। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই শুরু হবে আইপিএল। ক্রিকেটের কোটিপতি লিগ নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনার cskশেষ নেই। আইপিএল মানে সন্ধে হলেই টিভির পর্দায় চোখ রাখা। অফিস থেকে বাস, ট্রাম সর্বত্র আলোচনায় কেকেআর, সিএসকে, আরসিবি। ইতিমধ্যেই আইপিএলেরে নিলামের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এ বার দুবাইতে বসবে মিনি নিলামের আসর। কিন্তু কবে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নতুন বছরের শুরুর দিকেই আইপিএল। হাতে আর কয়েকটি দিন মাত্র। আগামী ১৯ শে ডিসেম্বর দুবাইয়েক কোকা কোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। ভারতীয় সময় দুপুর ২.৩০ টোয় শুরু হবে নিলাম। দ্বিতীয় বারের মতো দেশের বাইরে নিলাম হতে চলেছে। ইতিমধ্যেই নিলামের জন্য নাম রেজিস্টার করেছে ৩৩৩ জন তারকা। এই ৩৩৩ জন তারকার ভাগ্য নির্ধারণ হবে নিলাম ঘরে।৩৩৩ জনের মধ্যে ২১৪ ভারতীয়। বাকি ১১৯ জন বিদেশি। এই ১১৯ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে ২ জন আইসিসি সহযোগী দেশের। ৩৩৩ জনের মধ্যে ১১৬ জন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার। বাকি ২১৫ জন নতুন মুখ।আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি তাঁদের।

লিস্ট দেখতে ক্লিক করুণ…

ইতিমধ্যেই রিটেনশন লিস্ট জমা দিয়েছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ কোন তারকাকে ধরে রাখতে চায় তারা ও কাকে ছেড়ে দিতে চায় সেই চূড়ান্ত তালিকা জমা দেওয়া হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখনও ৭৭ টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ৩০ টি আসন বরাদ্দ বিদেশি ক্রিকেটারদের জন্য। নিলামের সর্বাধিক বেস প্রাইজ ২ কোটি টাকা। এই বেস প্রাইজে নাম নথিভূক্ত করে বসে আছেন ২৩ জন ক্রিকেটার। ২ কোটি পর সর্বোচ্চ বেস প্রাইজ ১.৫ কোটি। এই বেস প্রাইসে নাম লিখিয়েছেন ১৩ জন তারকা।