AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Unlucky Cricketer: তিন ভিন্ন দলের হয়ে আইপিএল ফাইনালে হার! ‘আনলাকি’ এই ক্রিকেটারদের চেনেন?

Indian Premier League: পঞ্জাব কিংসের ট্রফির অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। সঙ্গে তালিকায় যোগ হয়েছে 'হতভাগ্য' এক ক্রিকেটারের নাম। যিনি তিনটি ভিন্ন দলের হয়ে আইপিএলের ফাইনালে হেরেছেন।

Unlucky Cricketer: তিন ভিন্ন দলের হয়ে আইপিএল ফাইনালে হার! 'আনলাকি' এই ক্রিকেটারদের চেনেন?
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Jun 11, 2025 | 5:29 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ শেষ। ফাইনালে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। দুই দলের যেই জিতত, নতুন চ্যাম্পিয়ন পেত আইপিএল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্জাব কিংসের ট্রফির অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। সঙ্গে তালিকায় যোগ হয়েছে ‘হতভাগ্য’ এক ক্রিকেটারের নাম। যিনি তিনটি ভিন্ন দলের হয়ে আইপিএলের ফাইনালে হারলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি উইকেট রয়েছে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের। কিন্তু আইপিএল ফাইনালে উঠেও তিন বার ট্রফির সামনে থেকে ফিরেছেন চাহাল। ২০১৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই স্কোয়াডে ছিলেন চাহাল। এরপরও তিনি তিনটি ভিন্ন দলের হয়ে ফাইনাল খেলেছেন। তিনটি ফাইনালেই হার।

আইপিএলে ২০১৬ সালে তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। দীর্ঘ সময় আরসিবির হয়েই খেলেছেন। সে বার ফাইনালে উঠলেও হার আরসিবির। এরপর ২০২২ সালে তিনি ছিলেন রাজস্থান রয়্যালসে। ফাইনালে উঠলেও গুজরাট টাইটান্সের কাছে হার রাজস্থানের। সেই টিমেও ছিলেন যুজবেন্দ্র চাহাল। এ বার পঞ্জাব কিংসে ছিলেন চাহাল। ফাইনালে তার পুরনো টিম আরসিবির কাছে হার। সব মিলিয়ে তিনটি ভিন্ন দলের হয়ে আইপিএল ফাইনালে হারল যুজবেন্দ্র চাহালের।

তালিকায় অবশ্য যুজবেন্দ্র চাহাল একা নন। আইপিএলের ইতিহাসে প্রথম বার তিন ভিন্ন দলের হয়ে ফাইনাল হারের হতাশা ছিল রবিচন্দ্রন অশ্বিনের। রাজস্থান রয়্যালস (২০২২), চেন্নাই সুপার কিংস (২০১২, ২০১৩, ২০১৫) এবং দিল্লি ক্যাপিটালস (২০২০) এই তিন দলের হয়ে ফাইনাল হেরেছিলেন। নয়তো তাঁর নামে আরও বেশ কিছু আইপিএল ট্রফি জয়ের রেকর্ড থাকত।

এই লিস্টে রয়েছেন রাহুল ত্রিপাঠিও। এ বছর চেন্নাই সুপার কিংসে ছিলেন। ২০২৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কেকেআরের বিরুদ্ধে ফাইনালে হার। তার আগে রাইজিং পুনে সুপার জায়ান্টস (২০১৭), এবং কলকাতা নাইট রাইডার্সের (২০২১) হয়ে ফাইনাল হেরেছেন।