WTC FINAL 2023 : কোন কোন জায়গায় ভুল করল ভারত? বিশ্লেষণ রিকি পন্টিংয়ের…

IND vs AUS WTC Final 2023, Ricky Ponting: প্রথম দিন টসের আগে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘ আলোচনায় দেখা যায় অধিনায়ক রোহিত শর্মাকে। পন্টিংয়ের কথায়...

WTC FINAL 2023 : কোন কোন জায়গায় ভুল করল ভারত? বিশ্লেষণ রিকি পন্টিংয়ের...
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 1:15 AM

লন্ডন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচ ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছিল, সেই আকর্ষণ আদৌ পাওয়া গেল কি? প্রথম দু-দিনের পর পরিস্থিতি এমনটাই। এখনও অবধি এক পেশে ম্যাচ দেখেছেন ক্রিকেট প্রেমীরা। টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। মাত্র ৭৬ রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেওয়ায় মনে হয়েছিল, ম্যাচ আকর্ষণীয় হতে চলেছে। যদিও ট্রাভিস হেড-স্টিভ স্মিথ জুটি ক্রমশ চাপ বাড়ায়। প্রথম দিন আর কোনও উইকেট নিতে ব্যর্থ ভারত। দ্বিতীয় দিন ৩২৭-৩ স্কোরে দিন শুরু করে অস্ট্রেলিয়া। মনে হয়েছিল, অন্তত ৫৫০ অবধি পৌঁছবে। ভারতীয় পেসারদের দাপটে ৪৬৯ রানেই অলআউট অজিরা। তারপরও ব্যাকফুটে ভারত। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৫১ রান। এখনও পিছিয়ে ৩১৮ রানে। এমনকি ফলো অন বাঁচাতেও ১১৯ রান প্রয়োজন। কোন কোন জায়গায় ভুল করল ভারতীয় দল! রিকি পন্টিং সেটাই ব্যাখ্যা করলেন আইসিসি রিভিউতে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং মনে করছেন, টস জিতেই প্রথম ভুলটা করেছে ভারত। পন্টিং বলেন, ‘প্রথম ঘণ্টায় এত শর্ট বল করে নিজেদের চাপ বাড়িয়েছে ভারত। নতুন বল। পিচ এবং যা পরিস্থিতি ছিল, ফুল লেন্থে বল করে ব্যাটারদের খেলাতে হত। ড্রাইভ করতে গেলে উইকেট পড়ত। প্রথম দিন লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার ৪-৫ উইকেট তুলে নিতে পারলে…। তবে লাঞ্চের আগে মাত্র ২ উইকেট হারানোটা অস্ট্রেলিয়ার পক্ষে গিয়েছে।’

প্রথম দিন টসের আগে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘ আলোচনায় দেখা যায় অধিনায়ক রোহিত শর্মাকে। পন্টিংয়ের কথায়, ‘অধিনায়ককে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয় জানি। তবে সিদ্ধান্তগুলি শুধুমাত্র রোহিতের ছিল না। টসের আগে রাহুল দ্রাবিড় ও রোহিতকে দীর্ঘ সময় আলোচনা করতে দেখি। টস জিতে কী পরিকল্পনা, সে সব নিয়েই আলোচনা চলছিল। প্রথমে ফিল্ডিং করলে চার পেসার খেলানোটা সঙ্গত। কিন্তু সেই পরিকল্পনা কাজে দেয়নি।’

ভারতীয় টিমে মহম্মদ সিরাজের পারফরম্যান্সে তৃপ্ত রিকি পন্টিং। বলছেন, ‘সিরাজকে দেখেই প্রকৃত প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে। হয়তো কিছু ক্ষেত্রে ও আত্মতুষ্টিতে ভোগে। মেজাজ হারিয়ে ফেলে। তবে দলে এমন ক্রিকেটারও প্রয়োজন।’