Prasidh Krishna: ভারতের জার্সিতে হ্যাটট্রিক করে রেকর্ড প্রসিধ কৃষ্ণার
IND vs SA: বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় দল। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ফর্ম্যাটে সিরিজ রয়েছে। অন্যদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলছে ভারতের 'A' দল। আর এই দলের হয়ে চমক দেখালেন প্রসিধ কৃষ্ণা। একের পর এক উইকেট নিয়ে তাক লাগালেন এই ডান হাতি পেসার

ডারবান: বিশ্বকাপ শেষ হলেও ছুটি নেই টিম ইন্ডিয়ার। বিশ্বকাপের পরই অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-সিরিজে মুখোমুখি হয়েছিল মেন ইন ব্লু। সূর্যকুমার যাদবের নেতৃত্বে অজিদের হারিয়ে ভারতীয় শিবিরে খানিকটা স্বস্তি ফিরিছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় দল। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ফর্ম্যাটে সিরিজ রয়েছে। অন্যদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের ‘A’ দল। আর এই দলের হয়ে চমক দেখালেন প্রসিধ কৃষ্ণা। একের পর এক উইকেট নিয়ে তাক লাগালেন এই ডান হাতি পেসার। শুধু তাই নয় এ দিন, হ্যাটট্রিক করেন কৃষ্ণা। ভারতের জার্সিতে নজর কেড়েছেন আর কোন তারকারা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। সেই আক্ষেপ মেটাতে এ বার জয়ের লক্ষ্যে নেমেছে ভারতীয় শিবির। আন্তর্জাতিক ট্রফির খরা কাটাতে কার্যত জ্বলে উঠছে ভারত। দক্ষিণ আফ্রিকায় যখন টি-২০ সিরিজ খেলছে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারত, তখন অন্যদিকে মাঠে নেমে পড়েছে ভারতের ‘A’ দল। পোচেস্ট্রামে দক্ষিণ আফ্রিকা ‘A’ বিরুদ্ধে বেসরকারি সিরিজ খেলছে ভারতের এই দল। আজ, বুধবার প্রোটিয়াদের বিরুদ্ধে ১৮.০১ ওভার বল করে পাঁচ উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। শুধু তাই নয়, হ্যাটট্রিক করে চমকে দেন প্রসিধ। ৯৭ ওভারের মাথায় পর পর ম্যানিকাম সিয়া প্ল্যাটজিকর উইকেট নেন। এপরের ওভারের প্রথম বলেই ওডিরিলেকে ফেরান প্রসিধ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ করে ওডিআইতে মুখোমুখি হবে ভারত। আর সবশেষে রয়েছে টেস্ট সরিজ। ভারতের টেস্ট দলে রয়েছেন প্রসিধ। প্রসঙ্গত, এ ছাড়া তেইশের বিশ্বকাপের গ্রুপ পর্বে যখন বাংলাদেশের বিরুদ্ধে চোট পান ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, তখন তাঁর পরিবর্ত হিসেবে দলে জায়গা দেওয়া হয় প্রসিধকে। যদিও একটি ম্যাচেও তাঁকে খেলানো হয়নি।
