Preity Zinta: প্রীতির জার্সি নিয়ে কাড়াকাড়ি! পরিস্থিতি বাগে আনতে হিমশিম পুলিশ
IPL 2025, PBKS: প্রীতি জিন্টা (Preity Zinta) গ্যালারিতে থাকা মানেই দর্শকদের কাছে যেন বাড়তি অক্সিজেন। তাঁর হাজার ওয়াটের ভুবনভোলানো হাসি এখনও দাগ কাটে সকলের মনে।

কলকাতা: প্রীতি জিন্টা (Preity Zinta) গ্যালারিতে থাকা মানেই দর্শকদের কাছে যেন বাড়তি অক্সিজেন। তাঁর হাজার ওয়াটের ভুবনভোলানো হাসি এখনও দাগ কাটে সকলের মনে। পঞ্জাব কিংস (Punjab Kings) টিমটাকে ভীষণ ভালোবাসেন প্রীতি। দলের ম্যাচ থাকলে প্রীতি চেষ্টা করেন গ্যালারিতে হাজির থাকার। হোম হোক বা অ্যাওয়ে ম্যাচ পঞ্জাবের মালকিন প্রীতি দ্যুতি ছড়ান। এ বারের আইপিএলে (IPL) দেখা গিয়েছে প্রীতি দলের সমর্থকদের জার্সি উপহার দিচ্ছেন। অতীতেও এমনটা দেখা গিয়েছে। তবে এ বার নেটদুনিয়ায় ভাইরাল প্রীতির জার্সি নিয়ে কাড়াকাড়ির ভিডিয়ো। কবে ঘটল এমন ঘটনা?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রীতি জিন্টা ৮ এপ্রিলের ম্যাচে পঞ্জাবের ভক্তদের উদ্দেশ্যে দলের জার্সি উপহার হিসেবে দিচ্ছেন। সেই জার্সি নেবেন কে? তা নিয়েই গ্যালারিতে কাড়াকাড়ি লেগে যায় কয়েকজন দর্শকদের মধ্যে। সেই ভিডিয়োতে দেখা যায় সঙ্গে সঙ্গে জটলা করতে থাকেন বেশ কয়েকজন দর্শক। এক পুলিশ এসে ওই দর্শকদের ঝামেলা থামানোর চেষ্টাও করেন। তারপর কী হয়েছিল, ভিডিয়োটিতে আর দেখা যায়নি। উল্লেখ্য, এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।
Kalesh b/w Crowd over Preity Zinta’s T-shirt pic.twitter.com/lDU84AtRmb
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 11, 2025
চলতি আইপিএলে পঞ্জাব টিমের প্রসঙ্গে বলতে গেলে, এখনও অবধি শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ৫ ম্যাচ খেলে ৩ জয়, ২ হার। শনি-রাতে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে প্রীতির দল। এর আগে ৮ এপ্রিলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৮ রানে হারিয়েছিল পঞ্জাব। শ্রেয়স আইয়ারের দলের পরের ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।





