
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফিরছে শনিবার। প্রথম দিনই মাঠে নামছেন বিরাট কোহলি। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের সূচি যেমন বদলে গিয়েছে, তেমনই বিরাট বদল হয়েছে কোহলির জীবনেও। আরসিবি জার্সিতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সে ভারতের ক্রিকেট প্রেমীরা কল্পনা করতে শুরু করেছিলেন, এ বার ইংল্যান্ড সফরে বিরাট কোহলিকে অন্য মেজাজে দেখা যাবে। কিন্তু সে আর কোথায় কী! নেপথ্য় কারণ যাই হোক, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কিং কোহলি। বেশির ভাগ ক্রিকেট প্রেমীর মতো মনখারাপ পঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টারও।
কিছুদিন আগের কথা। চিন্নাস্বামীতে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। ম্যাচ শেষে বিরাট কোহলি ও প্রীতি জিন্টার পারস্পরিক শ্রদ্ধার মুহূর্ত ভাইরাল হয়েছিল। বিরাটের ফোনে তাঁর সন্তানদের ছবি দেখে মিষ্টি হাসি প্রীতি জিন্টার মুখে। পঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টার মন খারাপ বিরাট কোহলির টেস্ট অবসরে। সে কথাই খোলসা করেছেন। আইপিএলের মঞ্চে ম্যাচের সময়টুকু বিরাট কোহলি তাঁর প্রতিপক্ষ টিমের প্লেয়ার হতে পারেন, কিন্তু বিরাট তো তাঁরও পছন্দের ক্রিকেটার।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডল-এ সমর্থকদের সঙ্গে নানা সময়েই কথা বলেন সেলিব্রিটিরা। সদ্য প্রীতিও এমনটা করেছেন। সেখানেই একটি অ্যাকাউন্ট থেকে তাঁর কাছে বিরাট কোহলির প্রসঙ্গে জানতে চাওয়া হয়। প্রীতি জিন্টার রিপ্লাই, ‘আমি টেস্ট ক্রিকেট দেখেছি মূলত বিরাটের জন্যই। ও মাঠে যে প্যাশন নিয়ে নামে, প্রতিদ্বন্দ্বিতা, লড়াইয়ের পরিবেশ তৈরি করে। আমার মনে হয় না, টেস্ট ক্রিকেট আর আগের মতো থাকবে। ওকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বর্তমান প্লেয়ারদের জন্য কঠিন চ্যালেঞ্জ। কারণ, বিরাট-রোহিত-অশ্বিনরা কিন্তু আর টেস্ট খেলবে না।’
We were showing each other pictures of our children & talking about them ! Time does fly… When I first met Virat 18 years ago, he was a spirited teenager buzzing with talent & fire – today he still has that fire & is an icon & a very sweet & doting father ❤️ https://t.co/FNFXLRR7Wi
— Preity G Zinta (@realpreityzinta) April 28, 2025