IPL: দেশের হয়ে খেলার আগেই সুপারহিট, আইপিএলের এই তালিকায় রয়েছেন কোন সুপারস্টাররা?

একাধিক নতুন তারকার জন্ম দিয়েছে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তাঁরা পরবর্তীতে বিশ্ব ক্রিকেটে রাজ করেছে। আইপিএলের শুরুর দিন থেকে আজও হয়ে আসছে এই রীতি। দেশের জার্সি গায়ে চাপানোর আগেই আইপিএলে শতরান। দেখে নিন এক নজরে সেই প্লেয়ারদের তালিকা।

IPL: দেশের হয়ে খেলার আগেই সুপারহিট, আইপিএলের এই তালিকায় রয়েছেন কোন সুপারস্টাররা?
IPL: দেশের হয়ে খেলার আগেই সুপারহিট, আইপিএলের এই তালিকায় রয়েছেন কোন সুপারস্টাররা?

Apr 12, 2025 | 11:01 AM

কলকাতা: আইপিএল (IPL) মানেই উঠতি তারকাদের মেলা। উঠতি প্লেয়ারদের নিজেদের প্রমাণ করার সবথেকে বড় প্ল্যাটফর্ম আইপিএল। একাধিক নতুন তারকার জন্ম দিয়েছে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তাঁরা পরবর্তীতে বিশ্ব ক্রিকেটে রাজ করেছে। আইপিএলের শুরুর দিন থেকে আজও হয়ে আসছে এই রীতি। দেশের জার্সি গায়ে চাপানোর আগেই আইপিএলে শতরান। দেখে নিন এক নজরে সেই প্লেয়ারদের তালিকা।

  1. শন মার্শ (২০০৮): এই অজি তারকা আইপিএলের ইতিহাসে প্রথম আনক্যাপড প্লেয়ার, যিনি প্রথম সেঞ্চুরি করেছিলেন। কিংস ইলেভেন পঞ্জাবের (এখন পঞ্জাব কিংস) জার্সি গায়ে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
  2. মনীশ পান্ডে (২০০৯): প্রথম ভারতীয় আনক্যাপড প্লেয়ার হিসাবে মনীশ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন, ডেকান চার্জার্সের বিপক্ষে।
  3. পল চন্দ্রশেখর ভালথাটি  (২০১১): এই তালিকায় পঞ্জাবের দ্বিতীয় প্লেয়ার পল চন্দ্রশেখর ভালথাটি। তিনি ১২০ রানের ইনিংস খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।
  4. দেবদত্ত পাড়িক্কাল (২০২১): দেবদত্ত পাড়িক্কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন রাজস্থান রয়েলসের বিরুদ্ধে।
  5. রজত পাতিদার (২০২২): লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রজত পাতিদার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১১২ রানের ইনিংস খেলেছিলেন।
  6. যশস্বী জয়সওয়াল (২০২৩): যশস্বী জয়সওয়াল ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন।
  7. প্রভসিমরন সিং (২০২৩): ২০২৩ সালে প্রভসিমরন সিং পঞ্জাব কিংসের হয়ে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
  8. প্রিয়াংশ আর্য (২০২৫): চলতি আইপিএলে আরও এক পঞ্জাব প্লেয়ার প্রিয়াংশ আর্য চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস খেলেছেন।