AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravichandran Ashwin: সিদ্ধান্তে না-খুশ, মহিলা আম্পায়ারের উপর মেজাজ হারিয়ে শাস্তি অশ্বিনের

Tamil Nadu Premier League 2025: টুর্নামেন্ট খুব ভালো কাটেনি। চেন্নাই প্লে-অফে উঠতে ব্যর্থ, ব্যক্তিগত ভাবেও নজর কাড়তে পারেননি অশ্বিন। আইপিএল শেষে তিনি খেলছেন তামিলনাডু প্রিমিয়ার লিগে। আর সেখানেই শাস্তির মুখে।

Ravichandran Ashwin: সিদ্ধান্তে না-খুশ, মহিলা আম্পায়ারের উপর মেজাজ হারিয়ে শাস্তি অশ্বিনের
Image Credit source: ScreenGrab
Follow Us:
| Updated on: Jun 10, 2025 | 8:08 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ। বিভিন্ন রাজ্যেই চলছে ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। মুম্বই টি-টোয়েন্টি লিগ শেষ পর্যায়ে। তেমনই বেঙ্গল প্রিমিয়ার লিগ এবং মধ্যপ্রদেশ লিগ শুরু হচ্ছে। তামিলনাড়ু লিগে আলোচনায় রবিচন্দ্রন অশ্বিন। তা অবশ্য পারফরম্যান্সের জন্য নয়। বরং, মেজাজ হারিয়েই শিরোনামে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার। পড়তে হল শাস্তির মুখেও। ঠিক কী হয়েছিল?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই দেশের জার্সিকে বিদায় জানান। তবে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে নানা টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন, এমনই জানিয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমে ফিরেছিলেন চেন্নাই সুপার কিংসে। যদিও টুর্নামেন্ট খুব ভালো কাটেনি। চেন্নাই প্লে-অফে উঠতে ব্যর্থ, ব্যক্তিগত ভাবেও নজর কাড়তে পারেননি অশ্বিন। আইপিএল শেষে তিনি খেলছেন তামিলনাডু প্রিমিয়ার লিগে। আর সেখানেই শাস্তির মুখে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ডিন্ডিগুল ড্রাগন্সের ক্যাপ্টেন অশ্বিন। তিরুপ্পুর তামিজিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তাঁর বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন ওঠে। মহিলা আম্পায়ার ছিলেন। অশ্বিনকে তিনি লেগ বিফোর আউট দেন। বল যে উইকেটে লাগতো, এ বিষয়ে সন্দেহ নেই। কারণ, পা একেবারে উইকেটের লাইনে। তবে ডেলিভারিটি লেগ স্টাম্পের বাইরে পড়েছিল বলে ধারনা অনেকের। রিপ্লেতেও সেটাই দেখা যায়। লেগ স্টাম্পের বাইরে পড়ায় নিয়ম অনুযায়ী, এতে লেগ বিফোর হয় না।

আম্পায়ারের সিদ্ধান্তে অবাক, একই সঙ্গে বেজায় ক্ষুব্ধ দেখায় অশ্বিনকে। সে সময় ডিআরএসও বাকি ছিল না। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন অশ্বিন। মুখে অবশ্য অনেক কিছুই বলতে থাকেন। হতাশা তাঁর আচরণেও। ব্যাট দিয়ে পায়ে প্যাডে আঘাত করেন, গ্লাভস ছুড়ে ফেলেন। স্বাভাবিক ভাবেই এই আচরণের জন্য শাস্তি দেওয়া হয় তাঁকে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা এবং ক্রিকেট উপকরণ অসম্মানের কারণে সব মিলিয়ে ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।