IND vs NZ: অপরাজিত রেখেছে ওরাই… টিম ইন্ডিয়ার দুই ‘টার্গেট’ বাছল কিউয়িরা

Oct 14, 2024 | 7:46 PM

বেঙ্গালুরুতে বুধবার ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টেস্ট সিরিজ শুরু হবে। তার আগে কিউয়ি তরুণ তুর্কি রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) জানালেন, ভারতের কোন দুই ক্রিকেটার দেশের মাটিতে টেস্টে টিম ইন্ডিয়াকে অপরাজিত রেখেছে।

IND vs NZ: অপরাজিত রেখেছে ওরাই... টিম ইন্ডিয়ার দুই টার্গেট বাছল কিউয়িরা
IND vs NZ: অপরাজিত রেখেছে ওরাই... টিম ইন্ডিয়ার দুই 'টার্গেট' বাছল কিউয়িরা
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: শ্রীলঙ্কা সফরের ফলাফল ভুলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করতে চায় কিউয়িরা। কয়েকদিন আগে ২ টেস্টের সিরিজে লঙ্কানদের কাছে ল্যাজেগোবরে অবস্থায় পড়েছিল নিউজিল্যান্ড। এ বার ভারতের মাটিতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পালা। বেঙ্গালুরুতে বুধবার ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টেস্ট সিরিজ শুরু হবে। তার আগে কিউয়ি তরুণ তুর্কি রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) জানালেন, ভারতের কোন দুই ক্রিকেটার দেশের মাটিতে টেস্টে টিম ইন্ডিয়াকে অপরাজিত রেখেছে।

ভারতের ‘রবি’ জুটি (রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন) যে কোনও দলের ক্রিকেটারদের চাপে রাখতে পারেন। বেঙ্গালুরুতে প্রেস কনফারেন্সে কিউয়ি ক্রিকেটার রাচিন বলেন, ‘ওরা (রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন) খুবই ধারাবাহিক। দীর্ঘ সময় এক জায়গায় বল করে যেতে পারেন। অশ্বিন ও জাডেজা দু’জনই অত্যন্ত দক্ষ বোলার। বিশ্বের যে কোনও প্রান্তে ওরা ভালো ব্যাটিংও করতে পারে। আর ভারতের মাটিতে ওদের রেকর্ডই বলে দেয় এখানে ওদের হারানো কঠিন।’

বিশ্বের প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশ ভারতীয় টিমের শক্তি, গভীরতা সম্পর্কে অবগত। এই প্রসঙ্গে রাচিন বলেন, ‘আমরা আলাদা করে প্রতিপক্ষের দিকে তাকাচ্ছি না। ভারত কতটা ভালো টিম এবং তারা কী করতে পারে, সেটা আমরা জানি। তবে আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি তা হলে জয় ছিনিয়ে নেওয়াটা কিন্তু একেবারেই অসম্ভব নয়।’

এই খবরটিও পড়ুন

শ্রীলঙ্কা সফরে ক্লিনসুইপ হওয়া নিয়ে অতিরিক্ত ভেবে সময় নষ্ট করতে চায় না নিউজিল্যান্ড শিবির। ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র জানান, শ্রীলঙ্কা সফরে তাঁর দল ভীষণ খারাপ খেলেনি। কিন্তু ফলাফল কিউয়ি দলের পক্ষে যায়নি। ওই টেস্ট সিরিজের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে তা ভারতের মাটিতে কাজে লাগাতে চান রাচিনরা।

Next Article