Rachin Ravindra, IPL Auction 2024: বিশ্বকাপের সেরা প্লেয়ারকে তুলে নিল ধোনির চেন্নাই!
Rachin Ravindra Auction Price : ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেছেন রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে অভিষেক ম্য়াচেই সেঞ্চুরির ইনিংস। তাঁকে নিয়ে নিলামে ঝড় উঠবে এমন প্রত্যাশা ছিল। চেন্নাই প্রথম বিড করে বেস প্রাইস ৫০ লক্ষ টাকায়। সঙ্গে টক্কর দিল্লি ক্যাপিটালসের। চেন্নাই সুপার কিংস টেবলে প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। প্রাথমিক ভাবে রাচিনকে নিয়ে লড়াইয়ে দিল্লি এবং চেন্নাই সুপার কিংসের মধ্যেই। ১ কোটি ছাপিয়ে যেতেই এর মধ্যে ঢুকে পড়ে পঞ্জাব কিংস।
দুবাই: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেছেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। বিশ্বকাপে অভিষেক ম্য়াচেই সেঞ্চুরির ইনিংস। তাঁকে নিয়ে মিনি নিলামে (IPL Auction 2024) ঝড় যে উঠবে, এমন প্রত্যাশাই ছিল। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই প্রথম বিড করে বেস প্রাইস ৫০ লক্ষ টাকায়। সঙ্গে টক্কর দিল্লি ক্যাপিটালসের (DC)। চেন্নাই সুপার কিংস টেবলে প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। প্রাথমিক ভাবে রাচিনকে নিয়ে লড়াইয়ে দিল্লি এবং চেন্নাই সুপার কিংসের মধ্যেই। ১ কোটি ছাপিয়ে যেতেই এর মধ্যে ঢুকে পড়ে পঞ্জাব কিংস। লড়াইটা হয়ে দাঁড়ায়ে চেন্নাই বনাম পঞ্জাব। ১.৮০ কোটিতে পঞ্জাব কিংস হাল ছেড়ে দেয়। চেন্নাই সুপার কিংস নেয় রাচিন রবীন্দ্রকে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নিউজিল্যান্ডের হলেও তাঁর শিকড় ভারতে। রাচিনের পরিবার মূলত বেঙ্গালুরুর। মা নিউজিল্যান্ডের। ওয়েলিংটনেই জন্ম। ২০১৯ বিশ্বকাপে সুপার ওভার এবং বাউন্ডারি নিয়মে নিউজিল্যান্ডের হার দেখে ভেঙে পড়েছিলেন রাচিন। ঠিক চার বছর পর সেই কিশোর বিশ্বকাপের মঞ্চে। ভারতের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধেই। দুরন্ত শতরানে নজর কাড়েন রাচিন।
কী হচ্ছে নিলাম ঘরে? সরাসরি আপডেট পেতে ক্লিক করুন
কোন দলের হয়ে আইপিএল খেলতে চান? বেঙ্গালুরুর সঙ্গে বাড়তি টান থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলাই প্রাথমিক লক্ষ্য ছিল। যদিও তাঁকে নিতে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি আরসিবি। নিলামের আগেই আরসিবি নিজেদের পরিকল্পনা জানিয়েছিল। সেই পরিকল্পনায় বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার ছিল না। চেন্নাই সুপার কিংস তাঁকে নেওয়ার অন্য়তম কারণ, জাডেজার পাশাপাশি একজন বাঁ হাতি স্পিন বোলিং বিকল্প পেল। যিনি টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারেও ব্যাট করতে পারেন। চিপকে খেলা হলে বাড়তি স্পিনার তো লাগবেই!