AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: প্রথম ঘণ্টায় জাডেজা-বুমরারা সফল, সেঞ্চুরি হাঁকিয়ে লাঞ্চ বিরতিতে রাচিন

India vs New Zealand, 1st Test: ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিন কিউয়িরা ৩ উইকেটে ১৮০ রান তুলেছিল। এরপর তৃতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভার খেলা হয়েছে। উঠেছে ১৬৫ রান উঠেছে আর কিউয়িরা হারিয়েছে ৪ উইকেট।

IND vs NZ: প্রথম ঘণ্টায় জাডেজা-বুমরারা সফল, সেঞ্চুরি হাঁকিয়ে লাঞ্চ বিরতিতে রাচিন
IND vs NZ: প্রথম ঘণ্টায় জাডেজা-বুমরা সফল, সেঞ্চুরি হাঁকিয়ে লাঞ্চ বিরতিতে রাচিনImage Credit: PTI
| Updated on: Oct 18, 2024 | 12:18 PM
Share

কলকাতা: বেঙ্গালুরু টেস্টের পরিণতি কী হতে চলেছে? ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম ঘণ্টা ভারতের পক্ষে গিয়েছে। আর দ্বিতীয় ঘণ্টা গিয়েছে নিউজিল্যান্ডের পক্ষে। লাঞ্চ বিরতিতে কিউয়িদের স্কোর ৭ উইকেটে ৩৪৫ রান। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা প্রথম সেশনে চারটি উইকেট তুলে নিয়েছেন। আর এক প্রান্ত থেকে উইকেট হারানোর মাঝেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র।

বেঙ্গালুরুতে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছিল যখন সেই সময় রাচিন রবীন্দ্র ছিলেন ২২ রানে অপরাজিত। আর ড্যারেল মিচেল ১৪ রানে নট আউট থেকে মাঠ ছেড়েছিলেন। তৃতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভার খেলা হয়েছে। উঠেছে ১৬৫ রান উঠেছে আর কিউয়িরা হারিয়েছে ৪ উইকেট। লাঞ্চ বিরতির আগে তিন অঙ্কের রানে পৌঁছে যান কিউয়ি তরুণ তুর্কি রাচিন রবীন্দ্র। ১০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তাঁর পাশাপাশি টিম সাউদি ৪৯ রানে নট আউট থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছেন।

১২৪ বলে শতরান পূর্ণ করেন রাচিন রবীন্দ্র। তাঁর এই সেঞ্চুরির পথে ব্যাটে এসেছে ১১টি চার ও ২টি ছয়। চারে নেমে রাচিন এখনও ক্রিজে রয়েছেন। শুক্রবার দিনের প্রথম উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ১৮ রানে ফেরেন ড্যারেল মিচেল। গালিতে দারুণ ক্যাচ যশস্বী জয়সওয়ালের। আর সেই ক্যাচ নিতে গিয়ে আঙুলে অল্প চোটও পান যশস্বী। এরপর টম বান্ডেলকে আউট করেন জসপ্রীত বুমরা। তারপর ৬৩ ও ৬৫ ওভারে পর পর গ্লেন ফিলিপস (১৪) ও ম্যাট হেনরির (৮) উইকেট তুলে নেন রবীন্দ্র জাডেজা। দু’জনকেই ক্লিন বোল্ড করেন জাড্ডু।