IND vs NZ, 1st Test: রাচিন ঝড় থামালেন কুলদীপ, ৩৫৬-র লিড কিউয়িদের; পাল্টা লড়াই দিতে পারবে রোহিত ব্রিগেড?
India vs New Zealand: বছর চব্বিশের কিউয়ি ব্যাটার রাচিন রবীন্দ্র ১৫৭ বলে ১৩৪ রানের ইনিংস উপহার দিয়েছেন। ৪০২ রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড। রাচিন ঝড় থামান কুলদীপ যাদব। আর সেই সঙ্গে শেষ হয় কিউয়িদের ইনিংস।
কলকাতা: বেঙ্গালুরুর সঙ্গে রাচিন রবীন্দ্রর (Rachin Ravindra) বিশেষ যোগ রয়েছে। ভারতের (India) বিরুদ্ধে তিনি এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২০১২ সালের পর টেস্টে ভারতের মাটিতে কোনও কিউয়ি ক্রিকেটার শতরান করলেন। এর আগে রস টেলর বেঙ্গালুরুতেই ২০১২ সালে শতরান করেছিলেন। বছর চব্বিশের কিউয়ি ব্যাটার রাচিন ১৫৭ বলে ১৩৪ রানের ইনিংস উপহার দিয়েছেন। ৪০২ রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড (New Zealand)। রাচিন ঝড় থামান কুলদীপ যাদব। আর সেই সঙ্গে শেষ হয় কিউয়িদের ইনিংস।
প্রথম ইনিংস শেষে ৩৫৬ রানের লিড নিউজিল্যান্ডের। এই পরিস্থিতিতে সকলের মনে প্রশ্ন রোহিত ব্রিগেড কি পারবে পাল্টা লড়াই দিতে? ভারত অধিনায়ক দ্বিতীয় দিনের খেলার শেষে স্বীকার করে নিয়েছিলেন, পিচ পড়তে না পেরে ব্যাটিং নিয়ে ভুল হয়েছে তাঁর। এ বার দেখার দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া রাচিনদের সামনে রানের পাহাড় গড়ে তুলতে পারে কিনা।
বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির পর স্কোরবোর্ডে কিউয়িরা ৫৭ রান তুলেছে। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে রাচিনের পর দ্বিতীয় সর্বাধিক রান ডেভন কনওয়ের। ৯ রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করেন। তৃতীয় সর্বাধিক রান টিম সাউদির (৬৫)। দ্বিতীয় সেশনে সাউদির উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। এজাজ প্যাটেলকে ফেরান কুলদীপ যাদব (৪)। ভারতের হয়ে তিনটি করে উইকেট কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজার। ২টি উইকেট মহম্মদ সিরাজের। ১টি করে উইকেট বুমরা ও অশ্বিনের।
Innings Break!
New Zealand all out for 402.
3⃣ wickets each for @imjadeja & @imkuldeep18 2⃣ wickets for @mdsirajofficial 1⃣ wicket each for vice-captain @Jaspritbumrah93 & @ashwinravi99
Scorecard ▶️ https://t.co/8qhNBrrtDF#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/CWyn6Zbq0x
— BCCI (@BCCI) October 18, 2024