AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh vs Afghanistan : বাংলাদেশের বিরুদ্ধে তাণ্ডব কেকেআর ব্যাটারের! লিটনদের পিটিয়ে হাঁকালেন শতরান

চট্টগ্রামে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে বড় রানের লক্ষ্য রাখে আফগানিস্তান। ৯ উইকেট হারিয়ে আফগানদের খাতায় ওঠে ৩৩১ রান।

Bangladesh vs Afghanistan : বাংলাদেশের বিরুদ্ধে তাণ্ডব কেকেআর ব্যাটারের! লিটনদের পিটিয়ে হাঁকালেন শতরান
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 12:05 AM
Share

কলকাতা : বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই সিরিজ চলছে। যে সিরিজের প্রথম ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেটে ঝড় বয়ে গিয়েছে (Bangladesh vs Afghanistan)। বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে হারের পর হঠাৎ অবসর গ্রহণ করেন বাংলাদেশ ক্যাপ্টেন তামিম ইকবাল। ৩০ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করলেও পরের ম্যাচগুলিতে খেলছেন না তামিম। শনিবার চট্টগ্রামে ছিল বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওডিআই ম্যাচ। তামিমের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। চট্টগ্রামে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে বড় রানের লক্ষ্য রাখে আফগানিস্তান। ৯ উইকেট হারিয়ে আফগানদের খাতায় ওঠে ৩৩১ রান। এই বিশাল স্কোরের পিছনে রয়েছে ওপেনার রহমানুল্লা গুরবাজের (Rahmanullah Gurbaz) বড় অবদা ন। ১২৫ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। ২০২৩ আইপিএলে গুরবাজ ও লিটন দু’জনই কেকেআরের হয়ে খেলেছেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেনদের নাস্তানাবুদ করে ছেড়েছেন গুরবাজ। অপর ওপেনার ইব্রাহিম জার্দানের ব্যাটেও এসেছে শতরান। ১১৬ স্ট্রাইক রেটে ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস খেলেন গুরবাজ। ১৩টি চার ও ৮টি ছয়। ১১৯ বলে ১০০ রান করেন ইব্রাহিম জার্দান। ৯টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস। শনিবার চট্টগ্রামে টস জিতে আফগানদের প্রথমে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন আফগান ওপেনারদ্বয় রহমানুল্লা গুরবাজ এবং ইব্রাহিম জার্দান। প্রথম উইকেটে ওঠে ২৫৬ রান। মুস্তাফিজুর, হাসান মাহমুদরা উইকেটের জন্য হন্য হয়ে চেষ্টা করেছেন। অবশেষে ৩৬.১ ওভারে গুরবাজকে ফেরান সাকিব আল হাসান। প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে আফগানিস্তান। বাকিদের অবদান আহামরি নয়। তবে ওপেনিং জুটির জোড়া শতরানের জেরে তিনশোর উপরে স্কোর খাড়া করে হাসমাতুল্লা শাহিদির টিম।

গুরবাজের ওডিআই কেরিয়ারের এটা চতুর্থ শতরান। এটাই তাঁর ওডিআই কেরিয়ারের এখনও পর্যন্ত সর্বোচ্চ ইনিংস। এর আগে ছিল ১২৭ রান। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সেই স্কোরকেও ছাপিয়ে গেলেন গুরবাজ।