T20 World Cup: একাদশে কুলদীপ বনাম চাহাল! আফগান ম্যাচের আগে বড় ইঙ্গিত রাহুল দ্রাবিড়ের
ICC MEN’S T20 WC 2024: ক্যারিবিয়ানে পৌঁছে তিনটি প্র্যাক্টিস সেশন হয়েছে ভারতের। তিনটি সেশনেই আকর্ষণের কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি ও কুলদীপ যাদব। ভারত জয়ের হ্যাটট্রিক করে সুপার এইটে পৌঁছেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ভেস্তে যাওয়ায় পরীক্ষার কোনও সুযোগ হয়নি। ক্যারিবিয়ানে প্র্যাক্টিস সেশনে কুলদীপেরর উপর যে ভাবে বাড়তি নজর দেওয়া হয়েছিল, তাতে মনে করা হচ্ছে তাঁকেই খেলানো হবে। ভারতীয় দলের হেড কোচ অবশ্য বড় ইঙ্গিত দিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হয়েছে। ভারতের অভিযান শুরু হচ্ছে কাল। সুপার এইটে ভারতের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়েছে তারা। গত ওয়ান ডে বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছিল আফগানরা। বছরের শুরুতে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটেই দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত। বিশ্বকাপের মঞ্চে লড়াইটা যে একেবারেই আলাদা, বলার অপেক্ষা রাখে না। গ্রুপ পর্বের ম্যাচ হয়েছিল আমেরিকায়। সেখানে ছিল পেসারদের দাপট। সুপার এইট ওয়েস্ট ইন্ডিজে। স্পিনাররা সাহায্য পাচ্ছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে কি পরিবর্তন হচ্ছে? এমনই ইঙ্গিত পাওয়া গেল ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে।
ক্যারিবিয়ানে পৌঁছে তিনটি প্র্যাক্টিস সেশন হয়েছে ভারতের। তিনটি সেশনেই আকর্ষণের কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি ও কুলদীপ যাদব। ভারত জয়ের হ্যাটট্রিক করে সুপার এইটে পৌঁছেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ভেস্তে যাওয়ায় পরীক্ষার কোনও সুযোগ হয়নি। ক্যারিবিয়ানে প্র্যাক্টিস সেশনে কুলদীপেরর উপর যে ভাবে বাড়তি নজর দেওয়া হয়েছিল, তাতে মনে করা হচ্ছে তাঁকেই খেলানো হবে। ভারতীয় দলের হেড কোচ অবশ্য বড় ইঙ্গিত দিলেন।
আফগানদের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল কিংবা কুলদীপ যাদবকে খেলানো হবে কি? সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় বলেন, ‘ওদের কাউকে একাদশের বাইরে রাখাটা খুবই কঠিন। প্রতিটা ভেনুতে কীরকম পরিস্থিতি সেই অনুযায়ী ভাবনা চিন্তা করতে হবে। এখানকার পরিস্থিতিই যেমন আলাদা। সুতরাং, কুলদীপ কিংবা চাহালের মধ্যে কাউকে দেখা যেতেই পারে।’ প্র্যাক্টিস সেশনের ইঙ্গিত ধরলে বলাই যায়, ভাবনায় এগিয়ে কুলদীপ যাদব। কারণ, ভারতীয় দলে কোনও অফস্পিনার নেই। কুলদীপ খেললে সেই অভাবটাও ঢেকে যাবে।