GT vs RR: যেমন শট, তেমন ক্যাচ; অবিশ্বাস্য বললেও কম! রইল ভিডিয়ো
IPL 2025, GT vs RR: খারাপ ফিল্ডিংয়ের খেসারতের কথা বললে, চেন্নাই সুপার কিংসের প্রসঙ্গ তুলতে হবে। তবে টুর্নামেন্টে বেশ কিছু ক্যাচও প্রশংসনীয়। আর গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে যেমন শট, তেমনই দুর্দান্ত ক্যাচ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুধুই কি ব্যাটারদের? পুরোপুরি নয়। ব্যাটাররা যেমন বিধ্বংসী ইনিংসে নজর কাড়েন তেমনই বোলারদের একটা ছোট্ট স্পেলও ম্যাচের রং বদলে দিতে পারে। এ তো গেল ব্যক্তিগত নৈপুণ্যের বিষয়। ক্রিকেট টিম গেম। সুতরাং, টিম হিসেবে সব বিভাগে ভালো পারফর্ম করতে না পারলে সমস্যা হতে বাধ্য। এর অন্যতম অংশ ফিল্ডিং। সেটা গ্রাউন্ড ফিল্ডিং হোক বা ক্যাচিং। এ মরসুমে খারাপ ফিল্ডিংয়ের খেসারতের কথা বললে, চেন্নাই সুপার কিংসের প্রসঙ্গ তুলতে হবে। তবে টুর্নামেন্টে বেশ কিছু ক্যাচও প্রশংসনীয়। আর গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে যেমন শট, তেমনই দুর্দান্ত ক্যাচ।
ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ গুজরাট টাইটান্সের। এই ম্যাচেই নো-লুক দুর্দান্ত একটা শট টাইটান্সের অলরাউন্ডার রশিদ খানের। এমন ফ্যান্সি শট তিনি আগেও বহুবার খেলেছেন। সব বার যে সাফল্য এসেছে, তা নয়। আউটও হয়েছেন বহুবার। কিন্তু একই ডেলিভারিতে যদি দুর্দান্ত একটা শটের পাশাপাশি ক্যাচ দেখারও সুযোগ হয়? এ যেন পয়সা উসুল! ঠিক তেমনই হল।
রাজস্থান রয়্যালসের পেসার তুষার দেশপান্ডে অফস্টাম্পের বাইরের ডেলিভারি দিয়েছিলেন। রশিদ খানও অফস্টাম্পের বাইরে যান। সেটি খেলার চেষ্টা করেন লেগ সাইডে। ব্যাটে-বলে সংযোগও হয় সেই নো-লুক শট। এরপরই কামাল। স্কোয়ার লেগে ছিলেন যশস্বী জয়সওয়াল। ডান দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ যশস্বীর। কেউ কিছু বুঝেই উঠতে পারছিলেন না যেন। এই শটটি যেমন প্রশংসনীয়, তেমনই ক্যাচটিও।
No-look shot from Rashid but Jaiswal saw that coming 🦅
🎥 Yashasvi Jaiswal pulls off a blinder to cut short Rashid Khan’s cameo 🩷
Updates ▶ https://t.co/raxxjzY9g7#TATAIPL | #GTvRR | @ybj_19 pic.twitter.com/VwRusWXkX0
— IndianPremierLeague (@IPL) April 9, 2025
