Ravi Bishnoi: বিষ্ণোইদের ‘স্পেশাল’ টার্গেট দিয়েছিলেন স্কাই, ম্যাচ শেষে ফাঁস করলেন স্পিনার
IND vs BAN: হায়দরাবাদে তৃতীয় টি-২০ ম্যাচে ১১৩ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত (India)। ম্যাচের শেষে রবি বিষ্ণোই জানান, ক্যাপ্টেন স্কাই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতীয় বোলারদের আলাদাই টার্গেট দিয়েছিলেন।
কলকাতা: মেন ইন ব্লু ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় টিম। দেশের মাটিতে সদ্য বাংলাদেশকে (Bangladesh) টেস্ট এবং টি-২০ সিরিজে ক্লিনসুইপ করেছে টিম ইন্ডিয়া। এ বার ঘরের মাঠে কিউয়ি টেস্ট সিরিজ শুরু হওয়ার পালা। তার আগে এই কয়েকদিন ধরে আলোচনা চলবে ভারতের টি-২০ সিরিজ জয় নিয়ে। আসলে তরুণ তুর্কিদের নিয়ে স্কাইয়ের টিম শান্তদের টি-২০ (T20) সিরিজে যে ভাবে হারিয়েছে, তাতে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে থেকে থেকে আলোচনা চলছে। হায়দরাবাদে তৃতীয় টি-২০ ম্যাচে ১১৩ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত (India)। ম্যাচের শেষে রবি বিষ্ণোই জানান, ক্যাপ্টেন স্কাই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতীয় বোলারদের আলাদাই টার্গেট দিয়েছিলেন।
হায়দরাবাদে ভারত-বাংলাদেশ তৃতীয় টি-২০ ম্যাচে টস জেতেন ভারতের ক্যাপ্টেন স্কাই। উপ্পলে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৯৭ রান তোলে ভারত। নেপথ্যে সঞ্জুর ১১১ রানের ইনিংস। সঙ্গে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ৩৫ বলে ৭৫ রানের ইনিংস। হার্দিক পান্ডিয়ার ব্যাটে আসে ১৮ বলে ৪৭ রান। বাংলাদেশকে ২৯৮ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। কিন্তু ভারত অধিনায়ক স্কাই দলের বোলারদের এক আলাদাই টার্গেট দেন। জানেন তা কী?
ভারতীয় তরুণ স্পিনার রবি বিষ্ণোই ম্যাচের শেষে বলেন, ‘আমরা যখন বল করার জন্য নামছিলাম, সেই সময় সূর্যকুমার যাদব আমাদের বলেন যে, আমরা ১৬০-১৭০ রান আটকাতে চলেছি। ৩০০ রান নয়। ব্যাটিং সহায়ক উইকেট ছিল। কিন্তু ক্যাপ্টেনের এই কথা আমাদের মানসিকতা বদলে দিয়েছিল।’
রবি বিষ্ণোইকে ভারত-বাংলাদেশ তৃতীয় টি-২০ ম্যাচের শেষে দেশের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম প্রশ্ন করেন, অন্য দলগুলোর থেকে ভারতীয় টিম ঠিক কোন জায়গায় ও কী ভাবে আলাদা? শান্তদের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক (৩টি) উইকেট নেন রবি। এরপর সাবার প্রশ্নের উত্তরে বলেন, ‘এটা নতুন প্রজন্ম এবং আপনি দেখতে পাচ্ছেন যে পার্থক্য কোথায়। ২৯৮ রানের লক্ষ্য ছিল এবং দেখুন আমরা কীভাবে আক্রমণ করেছি এবং ওদের ১৬০ রানে আউট করেছি। বিষয়টা হল যখন আপনি শীর্ষে থাকবেন, সেই জায়গাটা ধরে রাখতে হবে। এই ভারতীয় দলের ম্যানেজমেন্ট আমাদের জানিয়েছে, যে প্রতিটি দিন একটি নতুন দিন। যে ম্যাচটা হয়ে গেল, তা ধরে বসে থাকতে পারি না আমরা।’