KL Rahul: এশিয়া কাপে ভারতের একাদশে কেএল রাহুলকে দেখছেন না রবি শাস্ত্রী, দিলেন যে যুক্তি…
Asia Cup 2023: এ বারের এশিয়া কাপ শুরু হতে চলেছে ৩০ অগস্ট। দিন দুয়েক পর, ২ সেপ্টেম্বর টুর্নামেন্টে সফর শুরু করবে ভারত।

নয়াদিল্লি: আসন্ন এশিয়া কাপে (Asia Cup) কি খেলবেন লোকেশ রাহুল (KL Rahul)? বিসিসিআই যতদিন না এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করছে, এর উত্তর পাওয়া মুশকিল। নানা মুনির নানা মতের মতো, লোকেশ রাহুলকে নিয়ে নানা মতামত দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। বর্তমানে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার লোকেশ রাহুলকে নিয়ে তাঁর মতামত জানিয়েছেন। শাস্ত্রীর মতে, আসন্ন এশিয়া কাপে ভারতের একাদশে থাকবেন না লোকেশ রাহুল। কোন যুক্তিতে এমন কথা বললেন শাস্ত্রী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
থাই মাসেলে চোট পাওয়া পর অস্ত্রোপচার করাতে হয়ে কেএল রাহুলকে। এর পর দীর্ঘদিন মাঠের বাইরে কাটিয়েছেন লোকেশ রাহুল। বর্তমানে তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। সেখানে তিনি নেটে ব্যাটিং, উইকেট কিপিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন। প্রস্তুতি ম্যাচেও তিনি অংশ নিয়েছিলেন। যদিও এখনও তাঁর এশিয়া কাপে এবং ওডিআই বিশ্বকাপে ফেরা নির্ভর করতে তাঁর ফিটনেসের উপর।
সম্প্রতি স্টার স্পোর্টসের এক শো-তে রবি শাস্ত্রী জানিয়েছেন, তিনি মনে করেন আসন্ন এশিয়া কাপে লোকেশ রাহুলের ভারতের একাদশের অংশ হওয়া উচিত নয়। বরং শাস্ত্রী এই ইভেন্টে তাঁর পছন্দের উইকেট কিপার হিসেবে বেছে নিয়েছেন ঈশান কিষাণকে। আসলে রবি শাস্ত্রী চান ভারতীয় টিম ম্যানেজমেন্ট যেন রাহুলকে নিয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেয়। এই নিয়ে শাস্ত্রী বলেন, ‘এমন একজন প্লেয়ার, যে চোট সারিয়ে সুস্থ হয়ে উঠছে তাকে এশিয়া কাপে ভারতের একাদশে ভাবাটা একটু বেশি হয়ে যাচ্ছে। চোট সারিয়ে ফেরার পর অনেক ক্রিকেটারের নড়াচড়া করতে সমস্যা হয়।’
শাস্ত্রী শুধু এশিয়া কাপে রাহুলের ফেরা নিয়েই নয়, শ্রেয়স আইয়ারের কামব্যাক নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর মতে রাহুল ও শ্রেয়সের এশিয়া কাপের আগে কয়েকটি ম্যাচ খেলা উচিত। শাস্ত্রী মনে করেন, রাহুল-শ্রেয়সরা তাঁদের ছন্দ ফিরে পেলে জাতীয় দলে ফেরা উচিত।





