মুম্বই: লেজেন্ড লিগ (Legends League) ক্রিকেটে এ বার যোগ দিতে চলেছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারতীয় টিমের কোচ হিসেবে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ভারতীয় টিমের সঙ্গে সাত বছরের সম্পর্ক শেষ করার পর শাস্ত্রী কী করবেন, তা নিয়ে আলোচনার অন্ত ছিল না। তিনি নিজেই জানিয়েছিলেন, কমেন্ট্রি বক্সে আবার ফিরছেন। সেই সঙ্গে যে এলএলসি-তেও (LLC) যোগ দেবেন, তা জানা ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরদিনই এলএলসি-র কমিশনার হিসেবে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন শাস্ত্রী।
কমিশনার আসলে কী? কোচ, নাকি টিম ম্যানেজমেন্টের অংশ, তা অবশ্য পরিষ্কার নয়। যা জানা যাচ্ছে, তাতে লিগের কাঠামো, লিগের পরিচালনা, লিগের সাফল্যের অনেক কিছুই নির্ভর করবে শাস্ত্রীর উপর। লেজেন্ড ক্রিকেট লিগে প্রাক্তন ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। যাঁরা এক সময় বাইশ গজ কাঁপাতেন। আরও সহজ করে বললে, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ব্রায়ান লারা, ওয়াসিম আক্রম— সবাই খেলবেন এই লিগে। জানুয়ারি মাসে আমিরশাহিতেই লিগের প্রথম মরসুম হওয়ার কথা।
শাস্ত্রী বলেছেন, ‘ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকতে পেরে ভালো লাগছে। বিশেষ করে লেজেন্ড লিগে তারা খেলবে, যারা এক সময় দাপিয়ে বেড়াত ক্রিকেট মাঠে। এই লিগ অনেকটা মজার ঢঙে হলেও এতে সিরিয়াস ক্রিকেটই দেখা যাবে। কিংবদন্তি ক্রিকেটারদের নতুন করে কিছু প্রমাণ করার নেই। কিন্তু নিজেদের সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করবেই। ওরা কেমন ক্রিকেট খেলে, সেটা দেখার জন্য মুখিয়ে আছি।’
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আরও কিছু দেশের প্লেয়াররা অংশ নেবেন এতে। তাঁদের তিনটে টিমে ভাগ করা হবে। ভারত, এশিয়া ও অবশিষ্ট বিশ্ব একাদশ। লিগের সিইও রামন রেজা বলেছেন, ‘রবি শাস্ত্রী কিংবদন্তি ক্রিকেটার। এই রকম একটা লিগকে সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য ওঁর থেকে ভালো আর কেউ হতে পারত না।’
ভারতীয় টিমের প্রাক্তন ফিজিওথেরাপিস্ট অ্যান্ড্রু লিপাস ইতিমধ্যেই যোগ দিয়েছেন লিগের স্পোর্টস সায়েন্স ডিরেক্টর হিসেবে। যে সব প্রাক্তনরা এই লিগে খেলবেন, তাঁদের ফিটনেস দেখভালের দায়িত্ব থাকবে তাঁর উপর।
আরও পড়ুন: India vs New Zealand: বিশ্বকাপ শেষ, ভারত সফরে পাখির চোখ কিউয়ি কোচ গ্যারি স্টেডের
আরও পড়ুন: T20 World Cup 2021: ধিক্কার থেকে নায়ক, মিচেল মার্শের ম্যাজিকে মুগ্ধ সারা দেশ
আরও পড়ুন: T20 World Cup 2021: ‘চোয়াল চাপা জেদই ওর সাফল্যের কারণ’, বললেন ওয়ার্নারের ‘বন্ধু’ শ্রীবত্স