Ravi Shastri: বোর্ডের বিরুদ্ধে আবার বিস্ফোরণ রবি শাস্ত্রীর
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শাস্ত্রী। তারপর থেকে যেন আমূল পরিবর্তন শুরু হয়েছে টিমে।
মুম্বই: কেন চাকরি গিয়েছিল রবি শাস্ত্রীর (Ravi Shastri)? তিনি নিজেই সরে গিয়েছিলেন? নাকি সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে? এই বিতর্ক যেন থামছেই না। বোর্ড বিরুদ্ধে একটি সর্বভারতীয় কাগজে আবার বিস্ফোরক সাক্ষাত্কার দিলেন শাস্ত্রী। আর তাতে খুল্লামখুল্লা যা বলছেন সদ্য প্রাক্তন ভারতীয় কোচ, বিতর্ক আরও ঘনাচ্ছে।
শাস্ত্রীর কথায়, ‘যে ভাবে আমাকে কোচের পদ থেকে সরানো হল, তার থেকে কষ্টকর আর কিছু হতে পারে না। বিসিসিআইয়ের এক কথায় কোচ হতে রাজি গিয়েছিলাম। তার পর পুরো প্রক্রিয়াটা অন্য ভাবে করতে পারত। বলতেই পারত, দেখো, তোমাকে আর চাইছি না আমরা। তোমাকে পছন্দ নয়। অন্য কাউকে চাইছি আমরা।’
গত ন’মাস ভারতীয় টিমের (Team India) ড্রেসিংরুমের পরিবেশ ভালো ছিল না। শাস্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল। যা নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। তাঁর কথায়, ‘ন’মাস পেরনোর পরও আমি জানি না টিমের মধ্যে কী সমস্যা ছিল! কী চলছিল টিমে? আমাকে বলা হয়েছিল, ওটাই নাকি গভীর সমস্যা। আর আমি বলেছিলাম, কী করে ন’মাসের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেল? যে টিমটা আমি ছেড়ে এসেছিলাম, ওটা যথেষ্ট ভালো জায়গায় ছিল। শেষ ন’মাসে সেটা খারাপ হয়ে গেল কী করে?’
এর পরই বোমা ফাটিয়েছেন শাস্ত্রী। তিনি দাবি করেছেন, তিনি ভারতের কোচ থাকুন, কেউ কেউ সেটা চাননি। কারা, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। তবে বলেছেন, ‘তীব্র বিতর্কের পর কোচ হিসেবে দ্বিতীয় দফায় টিমের দায়িত্ব নিয়েছিলাম। যারা আমাকে দেখতে চায়নি, তাদের এটা হজম করতে হয়েছিল। কোনও একজনের জন্য ন’মাস পর তারাই আমাকে সরিয়ে দিল।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শাস্ত্রী। তারপর থেকে যেন আমূল পরিবর্তন শুরু হয়েছে টিমে। ওয়ান ডে ও টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কোচ হিসেবে টিমের সঙ্গে যোগ দিয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কোচ হওয়ার পর তিনি আবার শাস্ত্রীর সময়কার অনেক নিয়ম পাল্টে ফেলেছেন। বিতর্ক তাতেও কি মিটছে? না। বরং বাড়ছে আরও।
আরও পড়ুন: Smriti mandhana: বিরাটের পর মিতালি, মেয়েদের দলেও নেতা বদলের হওয়া?