Shubman Gill : থার্ড আম্পায়ার কি অন্ধ? শুভমনের আউট নিয়ে সরব সেওয়াগ-শাস্ত্রী, সোশ্যাল মিডিয়ায় হইচই

WTC Final 2023 : তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে শুভমনকে ফিরতে হয়েছে। ছেড়ে কথা বলছেন না প্রাক্তন ক্রিকেটাররাও।

Shubman Gill : থার্ড আম্পায়ার কি অন্ধ? শুভমনের আউট নিয়ে সরব সেওয়াগ-শাস্ত্রী, সোশ্যাল মিডিয়ায় হইচই
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 10:06 PM

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final 2023) চতুর্থ দিনে শুভমন গিলের আউট নিয়ে প্রবল বিতর্ক। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রান তাড়া করতে নেমে দলীয় ৫০ রানের আগেই ফেরেন শুভমন গিল (Shubman Gill)। খাতায় মাত্র ১৮ রান। প্রবল অসন্তোষ নিয়ে মাঠ ছাড়েন শুভমন। ক্যামেরন গ্রিনের নেওয়া বিতর্কিত ক্যাচকে তৃতীয় আম্পায়ার মান্যতা দেওয়ায় অবাক হয়ে যান ভারতীয় সমর্থকরা। মাঠে দৃশ্যতই অবাক ক্যাপ্টেন রোহিত শর্মা। গিলের মুখ বলে দিচ্ছিল কতটা হতাশ তিনি। ওই বিতর্কিত আউটের পর সোশ্যাল মিডিয়ায় গেল গেল রব উঠেছে। টুইটারে ট্রেন্ডিং ‘নট আউট’, ‘চিটার’। ভারতীয় সমর্থকদের দাবি, ওটা মোটেও আউট ছিল না। তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে শুভমনকে ফিরতে হয়েছে। ছেড়ে কথা বলছেন না প্রাক্তন ক্রিকেটাররাও। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা অন এয়ার প্রশ্ন তুললেন। বীরেন্দ্র সেওয়াগ, ওয়াসিম জাফররা টুইট করে অসন্তোষ প্রকাশ করেন। বিস্তারিত রইল Tv9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

কী হয়েছিল?

স্কট বোল্যান্ডের বলে গালিতে শুভমন গিলের ক্যাচ নেন ক্যামেরন গ্রিন। এখন সফ্ট সিগন্যালের নিয়ম না থাকায় ওভালে চূডা়ন্ত সিদ্ধান্ত ছিল তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর উপর। প্রায় তিন মিনিট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। যদিও স্লো মোশনে ধরা পড়েছে বল মাটি ছুঁয়েছিল। এই আউট নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। ভারতীয় সমর্থকরা বলছেন, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বল মাটি থেকে তুলে দিলেন। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় মুণ্ডপাত শুরু হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সাধারণ সমর্থকদের মধ্যে গিলের আউট নিয়ে চলছে প্রবল সমালোচনা।

টুইটারে বীরেন্দ্র সেওয়াগ কালো কাপড় চোখে বাঁধা একজনের ছবি পোস্ট করে লেখেন, “শুভমন গিলের আউট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় থার্ড আম্পায়ারের অবস্থা। সিদ্ধান্তহীন প্রমাণ। কোনও সন্দেহ নেই এটা নট আউট।” বিরক্ত রবি শাস্ত্রী ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, “তৃতীয় আম্পায়ার ভাবছে বলের নীচে আঙুল ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে ক্যাচ নেওয়ার পর কি বলটা মাটিতে স্পর্শ করেছিল?”