ICC Ranking: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স, শীর্ষে জাদেজা
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে একধাপ নেমেছেন ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ছয় থেকে সাতে নেমেছেন তিনি। অন্যদিকে নয় ও দশ নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থ।
দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে প্রথম টেস্টে ব্যাটে-বলে ঝড় তুলেছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তারই ফল পেলেন ভারতীয় বাঁ-হাতি অলরাউন্ডার। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Ranking) এক নম্বরে উঠে এলেন জাড্ডু। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে সরিয়ে শীর্ষে জাডেজা। মোহালিতে অপরাজিত ১৭৫ রানের ইনিংস ভারতীয় অলরাউন্ডারকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে এসেছিল। কিন্তু জেসন হোল্ডার আবার শীর্ষ স্থান দখল করেছিলেন। বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে আবার এক নম্বরে উঠে এলেন জাড্ডু। জাডেজার রেটিং পয়েন্ট এখন ৩৮৫। আর এক ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) তিন নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন। ৩৪১ পয়েন্ট অশ্বিনের দখলে। দ্বিতীয় স্থানে আছেন জেসন হোল্ডার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে আছেন তিন জন ভারতীয়।
? Babar Azam enters top five of batting list ? Pat Cummins makes gains in all-rounders’ chart
Both Pakistan and Australia skippers move up in the weekly update of the @MRFWorldwide ICC Men’s Test Player Rankings ?
Details ➡ https://t.co/nLJOeoGJVr pic.twitter.com/WYBZhDyN3A
— ICC (@ICC) March 23, 2022
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে একধাপ নেমেছেন ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ছয় থেকে সাতে নেমেছেন তিনি। অন্যদিকে নয় ও দশ নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থ। ব্যাটরদের ব়্যাঙ্কিয়ের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নস লাবুসেন। দ্বিতীয় স্থানে জো রুট। তৃতীয় স্থানে স্টিভ স্মিথ। চার নম্বরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন ধাপ উঠে পাঁচ নম্বরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
টেস্টের পাশাপাশি একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংও প্রকাশ করেছে আইসিসি। ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। এক ধাপ উঠে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক।
বোলারদের র্যাঙ্কিংয়ে কার্যত কোনও পরিবর্তন হয়নি। প্রথম সাতটি স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছেন সবাই। শীর্ষে ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে জস হ্যাজেলউড। তৃতীয় স্থানে ইংল্যান্ডের ক্রিস ওকস। ছয় নম্বরে জায়গা ধরে রেখেছেন জশপ্রীত বুমরা।
In the latest @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings:
?? Batters Quinton de Kock, Rassie van der Dussen and pacer Kagiso Rabada make gains ?? Mehidy Hasan soars in all-rounders chart
Details ➡ https://t.co/nLJOeoGJVr pic.twitter.com/u1gNs0oZJU
— ICC (@ICC) March 23, 2022
একদিনের ক্রিকেটে অলরাউন্ডারেদর তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় রবীন্দ্র জাডেজা। দশ নম্বরে আছেন জাড্ডু। শীর্ষে আছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় আফগানিস্তানের মহম্মদ নবি। তৃতীয় ইংল্যান্ডের ক্রিস ওকস।
আরও পড়ুন : IPL 2022: বাটলার জানালেন আসন্ন আইপিএলে পিঙ্ক আর্মির লক্ষ্য