AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ravindra Jadeja: হঠাৎ কী এমন হল! ড্রেসিংরুমে ‘দেওয়াল’ তুললেন রবীন্দ্র জাডেজা? ভিডিয়ো না দেখলেই মিস…

Watch Video: ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার বেশ কিছু ম্যাচে ফিল্ডিং দেখার মতো। তাঁর মতো অলরাউন্ডার খুব কমই পাওয়া যায়। কিন্তু এ বারের টি-২০ বিশ্বকাপে ভালো ছন্দে দেখা যায়নি রবীন্দ্র জাডেজাকে। গ্রুপ পর্ব কাটিয়ে সুপার এইটে উঠতেই জ্বলে উঠেছেন জাড্ডু।

Ravindra Jadeja: হঠাৎ কী এমন হল! ড্রেসিংরুমে 'দেওয়াল' তুললেন রবীন্দ্র জাডেজা? ভিডিয়ো না দেখলেই মিস...
Ravindra Jadeja: হঠাৎ কী এমন হল! ড্রেসিংরুমে 'দেওয়াল' তুললেন রবীন্দ্র জাডেজা? ভিডিয়ো না দেখলেই মিস... Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 21, 2024 | 4:35 PM

কলকাতা: ভারতীয় শিবিরে এখন খুশির হাওয়া বওয়ার কথা। কারণ এ বারের টি-২০ বিশ্বকাপে এখনও কোনও ম্যাচ হারতে হয়নি মেন ইন ব্লুকে। তারই মাঝে হঠাৎ ড্রেসিংরুমে অবাক করা ঘটনা। বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনও ভূমিকাতেই ছাপ ফেলতে পারেননি দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি। সুপার এইটে উঠেই যেমন উইকেট পেয়েছেন, তেমনই আফগানিস্তানের বিরুদ্ধে জাডেজা তিনটি ক্যাচও নিয়েছেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে এ বার জাডেজার আত্মবিশ্বাসটা ফিরতে দেখা যাচ্ছে। এরই মাঝে অবশ্য তাঁর এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে তিনি ভারতীয় ড্রেসিংরুমে ‘দেওয়াল’ তুলেছেন। হঠাৎ কী এমন হল?

বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা ভারতের প্রতি ম্যাচের পরই করা হয়। আসলে এ বারের টি-২০ বিশ্বকাপে প্রত্যেক ম্যাচের পর টিম ইন্ডিয়ার সেরা ফিল্ডারকে বিশেষ মেডেল দিয়ে পুরস্কৃত করা হচ্ছে। অন্যান্য ম্যাচের মতো আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটে ভারতের ম্যাচের পর দলের ফিল্ডিং কোচ টি দিলীপ বেছে নেন সেরা ফিল্ডারকে।

বোর্ডের শেয়ার করা ভিডিয়োর শুরুতে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, ‘অনুশীলনে আমরা যে পরিশ্রমটা করি সেটা মাঠে দেখা গিয়েছে।’ ভারত-আফগানিস্তান ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার পাওয়ার দৌড়ে ছিলেন অর্শদীপ সিং, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্থ। সেরা ফিল্ডারের পুরস্কার পান ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়।

জাডেজা সেরা ফিল্ডারের পুরস্কার পাওয়ার পর আনন্দে মেতে ওঠেন। সামনে থাকা কোচ দ্রাবিড়কে কোলে তুলে নেন। যে দৃশ্য দেখে সকলে হাসতে থাকেন। যার পর বলাই যা, ভারতীয় ড্রেসিংরুমে দেওয়াল তুললেন জাডেজা। কারণ, রাহুল দ্রাবিড় ক্রিকেট বিশ্বে পরিচিত দ্য ওয়াল নামে।