
মহম্মদ সামির প্রত্য়াবর্তন কবে? এই প্রশ্ন আরও জটিল হল। ইংল্যান্ড সফরে রাখা হয়নি সামিকে। বলা হয়েছিল, পাঁচ দিনের ম্যাচ খেলার মতো ফিট নন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ দল কিংবা ইরানি ট্রফিতেও সুযোগ দেওয়া হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও জায়গা হল না। ইংল্যান্ড সফরে গুরুতর চোট পাওয়া ঋষভ পন্থ যে থাকবেন না, এই খবরেও সিলমোহর পড়ল। টিমের প্রথম কিপার ব্যাটার ধ্রুব জুরেল। তাঁর সঙ্গে জায়গা ধরে রাখলেন আর এক কিপার ব্যাটার নারায়ণ জগদীশন। বাদ পড়লেন অভিমন্যু ঈশ্বরণ। বাকি স্কোয়াডে অবশ্য চমক কিছু নেই। শুভমন গিলের ডেপুটি করা হল অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে।
অক্টোবরের ২ তারিখ শুরু প্রথম টেস্ট। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সিরিজের দ্বিতীয় টেস্ট ১০ অক্টোবর থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ইংল্যান্ড সফরে দীর্ঘ আট বছর পর কামব্যাক করেছিলেন করুণ নায়ার। তাঁর পারফরম্যান্স করেছিল। ফের বাদ পড়তে পারেন, সেই আশঙ্কাই ছিল। মিডল অর্ডারে সুযোগ পেলেন সদ্য অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দেড়শো করা দেবদত্ত পাড়িক্কাল।
বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ দীর্ঘ কয়েক বছর ধরেই টেস্ট স্কোয়াডে সুযোগ পাচ্ছেন। কিন্তু খেলানো হয়নি একটি ম্যাচেও। ইংল্যান্ডে খেলানোর পরিস্থিতি তৈরি হলেও তাঁকে বিবেচনা করা হয়নি। পাঁচ ম্যাচ বেঞ্চেই কাটিয়েছেন। হোম সিরিজে বাদ পড়লেন। তিনি খেলবেন ইরানি ট্রফিতে। তেমনই বাংলার পেসার আকাশ দীপও টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রাখতে পারলেন না। স্কোয়াডে চার স্পিনার রাখা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড-শুভমন গিল (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা (ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব, নারায়ণ জগদীশন