
দুবাই: স্থান, কাল বদলেছে, পাত্র বদলায়নি। ৯ মার্চ দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। এই টুর্নামেন্টে শেষ খেতাব ভারতীয় শিবিরে এসেছিল ২০১৩ সালে। সে বার চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। কেটে গিয়েছে ১২টা বছর। ফের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) চুমু এঁকে দেওয়ার সুযোগ পেয়েছেন জাডেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইনিং শট হাঁকিয়েছিলেন জাড্ডু। সেই সময় কী চলছিল তাঁর মনে?
ভারতকে ম্যাচ জেতানোর পর সম্প্রচারকারী চ্যানেলে রবীন্দ্র জাডেজা বলেন, “আমার ব্যাটিং নম্বরটাই এমন, যে হয় আমি হিরো হতে পারি, নয়তো জিরো। ২টো সুযোগই থাকে। ভাগ্যিস হার্দিক, কেএল শেষ ১০ ওভার ভালো খেলেছিল। এবং একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিল। মাঝের ওভারগুলোতে রান তাড়া করা সহজ ছিল না। তবে ওদের কৃতিত্ব দিতেই হবে। ওরা দারুণ ভাবে আমাদের থেকে চাপ সরিয়ে দিয়েছিল।”
কেরিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কেমন লাগছে? সেই প্রসঙ্গে জাডেজা বলেন, “আমার জন্য এই মুহূর্তটা বিরাট গুরুত্বপূর্ণ। ভারতের হয়ে খেলছি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছি, এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। আমরা ভাগ্যবান, তাই ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জিতেছিলাম, এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতলাম।”
নিজের ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন জাডেজা। যেখানে রয়েছে ২টো ছবি। একটি ছবির কোলাজ। যেখানে ওপরে রয়েছে ২০১৩ সালে জাডেজার ট্রফিতে চুমু খাওয়ার একটি ছবি। আর নীচে রয়েছে এ বছরের একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, “এ বার তোমার হেফাজতে এই ট্রফি।”