AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Virat Kohli: বেঙ্গালুরুতে সমর্থকদের বিরাট আবেগ, হতে পারে সমস্যাও!

IPL 2025, RCB vs KKR: আরসিবি সমর্থকদের কাছে বিরাট আর শুধুই একজন ক্রিকেটার নন, ইমোশন। আইপিএলে একটিও ট্রফি আসেনি। তাতে কিং কোহলি কিংবা আরসিবির প্রতি সমর্থন একবিন্দুও কমেনি। লয়্যালটি একেই বলে। যার আরও একটা উদাহরণ হয়তো আজ দেখা যাবে।

IPL 2025, Virat Kohli: বেঙ্গালুরুতে সমর্থকদের বিরাট আবেগ, হতে পারে সমস্যাও!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: May 17, 2025 | 1:44 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো গ্ল্যামার ক্রিকেট। এর মাঝে টেস্ট নিয়ে আলোচনা হয় নাকি! পরিস্থিতিটাই এমন। এক সপ্তাহ স্থগিত রাখা হয়েছিল আইপিএল। আর এর মাঝেই ভারতীয় টেস্ট দলে জোড়া ধাক্কা। হঠাৎই অবসর ঘোষণা করেন রোহিত শর্মা। এক ধাক্কায় থামেনি। অল্প সময়ের ব্যবধান। একই সিদ্ধান্ত নেন বিরাট কোহলিও। পরপর টেস্ট থেকে অবসর ভারতীয় ক্রিকেট তথা বর্তমান প্রজন্মের দুই সেরা ব্যাটার।

বিরাট প্রসঙ্গে আসা যাক। সচিন তেন্ডুলকরের পর ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। সারা বিশ্বেই তাঁকে নিয়ে আলোচনা। টেস্ট ক্রিকেটকে ঘুম পাড়ানি খেলা থেকে সিনেমা বানিয়েছিলেন। ক্রিকেট প্রেমীরা আবারও রঙিন ক্রিকেটের পাশাপাশি সাদা-কালো ফরম্যাটকেও ভালোবেসেছিলাম। পাঁচ দিনের ক্রিকেট আর বোরিং মনে হত না। আগামীতে টেস্ট ক্রিকেট একই থাকবে কি না, এই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আচ্ছা, বিরাট কোহলির মতো ক্রিকেটারের কি একটা দুর্দান্ত বিদায়ী ম্যাচ প্রয়োজন ছিল না? এর জবাব বোর্ড দিতে পারবে। সমর্থকরা বরং অন্য কিছু ভেবে রেখেছেন।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর বিরাট কোহলি প্রথম বার বাইশগজে ব্যাট হাতে নামতে চলেছেন। তাও আবার বেঙ্গালুরুর মাঠে। বিরাট কোহলির সেকেন্ড হোম বলা হয়। আইপিএলের জন্মলগ্ন থেকে আরসিবির হয়েই খেলছেন। আরসিবি সমর্থকদের কাছে বিরাট আর শুধুই একজন ক্রিকেটার নন, ইমোশন। আইপিএলে একটিও ট্রফি আসেনি। তাতে কিং কোহলি কিংবা আরসিবির প্রতি সমর্থন একবিন্দুও কমেনি। লয়্যালটি একেই বলে। যার আরও একটা উদাহরণ হয়তো আজ দেখা যাবে।

বিরাট কোহলির জন্য বিশেষ প্ল্যান করেছেন আরসিবির সমর্থকরা। আইপিএলের সার্কিটে বলা হয়, চিন্নাস্বামীর গ্যালারি সবচেয়ে রঙিন। আজ সেই গ্যালারিতেই টেস্ট ক্রিকেটের আবহ দেখা যেতে পারে। কিং কোহলির জন্য এটুকু তো করাই যায়! এর জন্য প্রয়োজন একতা। যেটা আরসিবি সমর্থকদের মধ্যে পূর্ণ। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল। আজকের ম্যাচে আরসিবি নয়, সমর্থকরা যেন বিরাট লেখা টেস্ট ম্যাচের জার্সি পরে আসেন। এর মাধ্যমেই যেন বিরাটকে বিশেষ সম্মান দেওয়া যাবে।

প্রাক্তন ক্রিকেটার, ধারাভাষ্যকার, ক্রিকেট বিশেষজ্ঞরা এই পরিকল্পনার কথা জানতে পেরে রোমাঞ্চিত। অনেকের সোশ্যাল মিডিয়া পোস্টেও তা দেখা গিয়েছে। কিন্তু একটা সমস্যাও রয়েছে। টি-টোয়েন্টি সাদা বলের ক্রিকেট। সাইটস্ক্রিন কালো রাখা হয়। যাতে ব্যাটারদের বল দেখতে কোনও সমস্যা না হয়। কিন্তু গ্যালারিতে যদি সাদা জার্সির থাকে, ব্যাটার-ফিল্ডার সকলেই সমস্যায় পড়তে পারেন। সাইট স্ক্রিনের আশে পাশে কেউ যদি সাদা জার্সি পরে বসে থাকেন, বল দেখতে সমস্যা হতে পারে ব্যাটারদের। তেমনই ফিল্ডিংয়ের সময়, বিশেষ করে ক্যাচের ক্ষেত্রে সাদা ব্যাকগ্রাউন্ডে সাদা বল জাজ করতে সমস্যা হতে পারে। তাতে ক্যাচ মিসের সম্ভাবনাও প্রবল। কিন্তু সমর্থকদের আবেগের কাছে, এই সমস্যাও যেন খুবই ছোট। সবই কিং কোহলিকে সম্মান জানাতে।