RCB Vs PBKS Head to Head Records: নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল, পরিসংখ্যানে কোন দল এগিয়ে?
IPL 2025 Royal Challengers Bengaluru Vs Punjab Kings Match stats: মেগা ফাইনালে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। লিগ পর্বে দু-দলই দুর্দান্ত পারফর্ম করেছে। এ বার ট্রফির লড়াই। প্রথম ট্রফির নজরে পরিসংখ্যানে কোন দল এগিয়ে, সেটাই দেখে নেওয়া যাক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে। ১৮ তম সংস্করণ কি ১৮ নম্বর জার্সির? নাকি বাজিমাত করবে পঞ্জাব কিংস। সব মিলিয়ে চূড়ান্ত উন্মাদনা আইপিএল ফাইনাল ঘিরে। মঙ্গলবার আইপিএলের মেগা ফাইনালে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। লিগ পর্বে দু-দলই দুর্দান্ত পারফর্ম করেছে। এ বার ট্রফির লড়াই। প্রথম ট্রফির নজরে পরিসংখ্যানে কোন দল এগিয়ে, সেটাই দেখে নেওয়া যাক।
উদ্বোধনী আইপিএল অর্থাৎ ২০০৮ সাল থেকেই খেলছে দু-দল। পঞ্জাব এই নিয়ে দ্বিতীয় বার ফাইনালে উঠেছে। অন্য দিকে, আরসিবি চতুর্থ বার। আইপিএলের মঞ্চে এই দু-দল মুখোমুখি হয়েছে মোট ৩৬ বার। এর মধ্যে এ মরসুমে ইতিমধ্যেই তিন বার মুখোমুখি হয়েছে। লিগ পর্বে দু-বার, প্রথম কোয়ালিফায়ার। এ বার ফাইনালেও মুখোমুখি হবে। ৩৬ বারের মধ্যে দু-দলই সমানে সমানে পরিসংখ্যানে দাঁড়িয়ে। ১৮ বার করে জিতেছে আরসিবি ও পঞ্জাব কিংস।
দু-দলের মধ্যে কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যানও রয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির সর্বাধিক স্কোর ৭ উইকেটে ২৪১। আর পঞ্জাব কিংসের সর্বাধিক স্কোর ২ উইকেটে ২৩২। মুখোমুখি সাক্ষাতে আরসিবির সর্বনিম্ন স্কোর ১০৯ (অলআউট)। পঞ্জাব কিংসের সর্বনিম্ন স্কোর ৮৮ (অলআউট)। রানের নিরিখে পঞ্জাবের বিরুদ্ধে আরসিবির সবচেয়ে বড় জয় ১৩৮ রানের ব্যবধানে। তেমনই পঞ্জাবের সবচেয়ে বড় জয়ের ব্যবধান ১১১ রান। গত ছয় সাক্ষাতে অবশ্য পাঁচ বারই জিতেছে আরসিবি।
