Sourav Ganguly: ব্যবসার জগতেও ‘দাদাগিরি’, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তি পরিমাণ জানেন?
২২ গজে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি অনেক দেখেছেন। ক্রিকেট থেকে বহুকাল অবসর নেওয়ার পরও তাঁর জনপ্রিয়তা কমেনি একফোঁটাও।
কলকাতা: দেশের অন্যতম সফল ক্যাপ্টেন, ব্যাটার এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর ক্রিকেট জীবন নিয়ে অজানা কিছুই নেই। ক্রিকেটার হিসেবে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন তেমনই করেছেন আয়। অবসরের পরও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকু। ভারতীয় ক্রিকেটের প্রেসিডেন্ট পদে সৌরভ আসীন হওয়ার পর জনপ্রিয়তা যেমন বেড়েছিল তেমনই বিজ্ঞাপন জগতে সৌরভের গ্রহণযোগ্যতা বেড়ে যায় আরও কয়েকগুণ। বিশ্বের অন্যতম সম্মানিত ক্রিকেটারের ব্র্যান্ড ভ্যালু দিন দিন বাড়ছে। যার জেরে ফুলে ফেঁপে উঠছে ব্যাঙ্ক ব্যালেন্স। কলকাতার মহারাজের সম্পত্তির পরিমাণ কত? কোন কোন দিক থেকে আয় করেন সৌরভ? কোন ব্যবসায় হাত পাকিয়েছেন তিনি? বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
সৌরভের আয়ের উৎস
সোনার চামচ মুখে জন্ম। বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের প্রিন্টিংয়ের ব্যবসা ছিল। ব্যবসায়িক পরিবারের ছেলে ক্রিকেটার হলেও ব্যবসার প্রতি টান ছিল, ২০০৪ সালে ‘সৌরভস’ নামে একটি রেস্তরাঁ খুলে বসেন। প্রথমদিকে ব্যবসা ভালো চললেও ২০১১ সালে রেস্তরাঁ ব্যবসা থেকে সরে আসেন সৌরভ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ছোট, বড় বেশ কয়েকটি স্টার্টআপে বিনিয়োগ রয়েছে সৌরভের। কম করে ১১টি সংস্থার ব্র্যান্ড এনডোর্সমেন্টের সঙ্গে যুক্ত তিনি। ওইসব সংস্থার প্রচারের মুখ হয়ে কোটি কোটি টাকা আয় করেন সৌরভ। ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে আইপিএল টিম দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর পদে নিযুক্ত তিনি। সেখানকার আয় সম্পর্কে বিশদে জানা না গেলেও সংখ্যাটা যে মোটেও কম নয়, তাতে সন্দেহ নেই। এছাড়া একটি টিভি শো সঞ্চালনার সঙ্গে যুক্ত সৌরভ। শোনা যায়, সঞ্চালনার জন্য প্রতি সপ্তাহে এক কোটি টাকা নেন সৌরভ!
বিসিসিআই প্রেসিডেন্টের পদ খোয়ানোর পর ব্যস্ততা যেন আরও বেড়ে গিয়েছে সৌরভের। দম ফেলার ফুরসত নেই। বর্তমানে ধারাভাষ্যকারের কাজেও যুক্ত। সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সৌরভকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে। জানা গিয়েছে, এখনও বছরে প্রায় ৭০ কোটি টাকার মতো আয় করেন সৌরভ। মাসিক আয় ৮ কোটি টাকার কাছাকাছি। বর্তমানে সৌরভের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি টাকা!