AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh, KKR: ১৩ কোটি পেতেই বিপুল টাকায় নতুন ঠিকানা, রিঙ্কুর বাংলো দেখেছেন?

IND vs SA T20 Series: সেই রিঙ্কুর জীবনের অলি-গলি পাল্টে গিয়েছে ওই ইনিংসের পর। কেকেআরে তিনিই হয়ে উঠেছিলেন ম্যাচ উইনার। আগামী আইপিএলের জন্য সর্বোচ্চ দর দিয়ে আলিগড়ের সেই ছেলেকেই রিটেন করেছে নাইটরা। ৫৫ লাখ থেকে ১৩ কোটির মালিক তিনি। এই কোটিপতি রিঙ্কুই এবার বিলাসবহুল বাংলা কিনলেন আলিগড়ে।

Rinku Singh, KKR: ১৩ কোটি পেতেই বিপুল টাকায় নতুন ঠিকানা, রিঙ্কুর বাংলো দেখেছেন?
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 1:27 PM
Share

কলকাতা: বাড়ি বাড়ি গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজ করতেন বাবা। করতেন বললে ভুল বলা হবে। আজও করেন। তাঁরই ছেলে ভারতীয় ক্রিকেটের নতুন তারকা। ২ বছর আগে আইপিএল থেকে অবিশ্বাস্য উত্তরণ হয়েছিল রিঙ্কু সিংয়ের। তারপর থেকে ক্রিকেট সেনসেশন হয়ে গিয়েছেন সারা দেশের। যশ দয়ালের ৫ বলে ৫টা ছয় মারার সেই ভিডিয়ো নিয়ে এখনও আলোচনায় ফিরে ফিরে আসে। সেই রিঙ্কুর জীবনের অলি-গলি পাল্টে গিয়েছে ওই ইনিংসের পর। কেকেআরে তিনিই হয়ে উঠেছিলেন ম্যাচ উইনার। আগামী আইপিএলের জন্য সর্বোচ্চ দর দিয়ে আলিগড়ের সেই ছেলেকেই রিটেন করেছে নাইটরা। ৫৫ লাখ থেকে ১৩ কোটির মালিক তিনি। এই কোটিপতি রিঙ্কুই এবার বিলাসবহুল বাংলা কিনলেন আলিগড়ে।

কেকেআর তাঁকে শুরুর দিকে কিনেছিল ৫০ লাখ টাকায়। সেই দর বেড়ে গিয়ে পরে হয়েছিল ৫৫ লাখ টাকা। রিঙ্কুই কেকেআরের আগামী দিনের ভবিষ্যৎ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধু তাই নয়, গতবারের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়ে কেকেআর রিঙ্কুকে ক্যাপ্টেন করার কথা কিনা, তা নিয়েও জল্পনার শেষ নেই। এই পরিস্থিতিতে রিঙ্কু আবার খবরে। আলিগড়ে কার্যত এক কামরার ঘর থেকে উঠে আসা রিঙ্কুর। সেই তিনিই নতুন বাংলো কেনায় অভিনন্দন জানিয়েছেন তাঁর ভক্তরা। দোতলা সেই বাংলোর ছবিও ভাইরাল হয়েছে।

কত দাম পড়ল নতুন বাংলোর? যা জানা যাচ্ছে, প্রায় ৪ কোটি টাকায় বাংলো কিনেছেন রিঙ্কু। বাংলোর চাবি হাতে রিঙ্কুর ছবিও ভাইরাল হয়েছে। বিশাল বাংলোর সামনে ভক্তদের প্রবল ভিড়ও হয়েছিল। গৃহপ্রবেশের পুজোও হয়েছে। সব মিলিয়ে রিঙ্কু যেন এতদিনে নতুন ঠিকানা তৈরি করতে পারলেন। রিঙ্কুর কাছে অবশ্য আগামী আইপিএল খুব গুরুত্বপূর্ণ। ২০২৩ সালে দারুণ পারফর্ম করলেও আগের আইপিএলে সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তা নিয়ে আক্ষেপও রয়েছে তাঁর। সেখান থেকে বেরিয়ে আসার জন্য আগামী মরসুমকে বাছছেন রিঙ্কু।