Rinku Singh-Priya Saroj: পাশে প্রিয় রিঙ্কু, প্রিয়ার চোখে জল! ভালোবাসার সুন্দর মুহূর্তের ভিডিয়ো

Rinku Singh Gets Engaged: একজন ক্রিকেটার, আর এক জন রাজনীতির মানুষ। রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজ। দুই ফিল্ডের ব্যক্তিত্বরাই উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের মধ্যে যেমন প্রবীণ কুমার এবং জোড়া বিশ্বকাপ জয়ী পীযুষ চাওলা ছিলেন। 

Rinku Singh-Priya Saroj: পাশে প্রিয় রিঙ্কু, প্রিয়ার চোখে জল! ভালোবাসার সুন্দর মুহূর্তের ভিডিয়ো
Image Credit source: PTI

Jun 08, 2025 | 8:50 PM

সম্পর্ক দীর্ঘদিনের। যদিও তা প্রকাশ্যে আসে কয়েক মাস আগেই। শুরুতে সবটাই ছিল জল্পনা। অবশেষে প্রিয়া সরোজের বাবা সংবাদমাধ্যমে জানান, রিঙ্কুর সঙ্গে তাঁর কন্যার সম্পর্ক রয়েছে। দুই পরিবার মিলে দ্রুতই চার হাত এক করার বিষয়েও ভাবছে। আঙটি বদলের মাধ্য়মে রিঙ্কু সিং-প্রিয়া সরোজের জীবনে অবশেষে এল সেই মুহূর্ত। এ দিন লখনউ-তে এক বিলাসবহুল হোটেলে বন্ধু এবং নিকট আত্মীয়দের সামনে বাগদান পর্ব সারলেন রিঙ্কু সিং ও প্রিয়া সরোজ। কিন্তু প্রিয়ার চোখে জল, এই মুহূর্তটা নজর এড়ায়নি। ভালোবাসার সুন্দর মুহূর্তের আনন্দাশ্রু।

একজন ক্রিকেটার, আর এক জন রাজনীতির মানুষ। রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজ। দুই ফিল্ডের ব্যক্তিত্বরাই উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের মধ্যে যেমন প্রবীণ কুমার এবং জোড়া বিশ্বকাপ জয়ী পীযুষ চাওলা ছিলেন। তেমনই রাজনৈতিক ব্যক্তিত্বও বেশ কয়েকজন। সব মিলিয়ে প্রায় ৩০০ অতিথি। অনেকেই বলছেন ক্রিকেটের সঙ্গে মিলে গেল রাজনীতি! প্রিয়া সরোজ দেশের কনিষ্ঠতম সাংসদ। মাত্র ২৫ বছরেই সংসদে। ক্রিকেট মাঠে রিঙ্কুর এন্ট্রি যেমন সবসময়ই নজর কাড়়ে, এ দিন এনগেজমেন্টেও তেমনই।

রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজ দু-জনেই সাদা-গোলাপি কম্বিনেশনের পোশাক পরে এন্ট্রি নেন। চারিদিকে ফুলে সাজানো। যেন সুন্দর একটা ফুলের বাগান। বাগদান অনুষ্ঠানের আগে চৌধুরেওয়ালি বিচিত্রা দেবী মন্দিরে পরিবারের সঙ্গে যান রিঙ্কু। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরুর আগে আশীর্বাদ নিয়ে আসেন। বাগদান পর্বের নানা ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। এর মধ্যে যেমন আঙটি বদলের মুহূর্ত রয়েছে, তেমনই একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, রিঙ্কুর সামনে চোখে জল প্রিয়ার। ভালোবাসার বহিঃপ্রকাশ। যেন বার্তা দিচ্ছেন, এই মুহূর্তটার জন্যই তো অপেক্ষা করছিলেন…।