কলকাতা: উত্তরপ্রদেশ টি-২০ লিগে (UP T20 league) মিরাট ম্যাভেরিক্স (Meerut Mavericks) অপরাজিত রইল না। টানা ৪ ম্যাচ জিতে রিঙ্কু সিংয়ের টিম রবিবার নেমেছিল লখনউের মুখে। হয়তো এই ম্যাচও বের করে নিতেন রিঙ্কু-স্বস্তিকরা। কিন্তু মিরাটের উপর পড়েছিল বৃষ্টির নজর। ডিএলএস মেথডে শেষ অবধি ৮ উইকেটে জয় লখনউ ফ্যালকনসের। এই হারের পরও রিঙ্কুর দল পয়েন্ট টেবলের শীর্ষেই রয়েছে।
টস জিতে মিরাট ম্যাভেরিক্সের ক্যাপ্টেন রিঙ্কু প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। পাওয়ার প্লে-র পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে এরপর ওভার কমে দাঁড়ায় ১১। প্রথমে ব্যাটিং করে ১১ ওভারে ১ উইকেটে ১৪২ রান তোলে মিরাট। ওপেনার অক্ষয় দুবে ১৭ বলে ২০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ক্যাপ্টেন রিঙ্কু ১২ বলে ৩৯ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। এ ছাড়া ৩৬ বলে ৭৫ রানে নট আউট থাকেন স্বস্তিক চিকারা। ও ৬ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন উবেশ আহমেদ।
লখনউ ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে জয় তুলে নেয়। ওপেনার হর্ষ ত্যাগী ২২ বলে ৪৯ রান করেন। অপর ওপেনার সমর্থ সিং ২৭ বলে ৬৯ রান করেন। ক্যাপ্টেন প্রিয়ম গর্গ ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আর কার্তিকেয় কুমার সিং ১৫ বলে ২১ রানে নট আউট থাকেন। লখনউয়ের বিরুদ্ধে ২টি উইকেট নেন জিশান আনসারি। কিন্তু শেষ অবধি ম্যাচ জিততে পারেনি মিরাট।
A closely fought contest but the result isn’t in our favour 💔#MeerutMavericks | #RuknaManaHai | #JhuknaManaHai | #UPT20 pic.twitter.com/ALPfHr79aJ
— MeerutMavericks (@Meerutmavericks) September 1, 2024
কাশী রুদ্রর বিরুদ্ধে আজ, সোমবার আবার ম্যাচ রয়েছে মিরাট ম্যাভেরিক্সের। ২৫ অগস্ট কাশী রুদ্রকে ৭ উইকেটে হারিয়ে এ বারের উত্তরপ্রদেশ টি-২০ লিগ শুরু করেছিল রিঙ্কু সিংয়ের দল। এ বার দেখার ইউপি টি-২০ লিগে ফিরতি ম্যাচে কাশী রুদ্রকে ফের মিরাট হারাতে পারে কিনা।