
বিশ্বকাপে সুযোগ পাবেন রিঙ্কু সিং? আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতি শুরু হয়ে গেল এশিয়া কাপের মঞ্চে। বিশ্বকাপের প্রস্তুতির ভাবনা থেকেই এশিয়া কাপ এ বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে। আরব আমির শাহির বিরুদ্ধে অভিযান শুরু ভারতের। এরপর আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়ার পালা। এশিয়া কাপ ফাইনালে উঠলে সব মিলিয়ে ভারতের কাছে ২০টি ম্যাচ থাকছে। যার প্রথমটি আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে ভারতের একাদশ দেখে একটা প্রশ্ন উঠছেই, বিশ্বকাপের ভাবনায় নেই রিঙ্কু সিং!
গত কয়েক সিরিজে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন রিঙ্কু সিং। তবে গত কয়েক সিরিজে ব্যাটিংয়ে তাঁর পারফরম্যান্স চিন্তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও গত সংস্করণে ছাপ ফেলতে পারেননি রিঙ্কু সিং। তাঁকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হবে কি না, এই নিয়েও ধোঁয়াশা ছিল। শেষ অবধি স্কোয়াডে জায়গা ধরে রাখেন রিঙ্কু সিং। স্কোয়াডে থাকলেও আরব আমির শাহির বিরুদ্ধে একাদশে জায়গা হল না।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। এখানকার পিচ পরিস্থিতির সঙ্গে দুবাইয়ের খুব একটা পার্থক্য থাকবে না। সেই ভাবনা থেকেই বলা যায়, একাদশে জায়গা গড়ে নেওয়া কঠিন রিঙ্কু সিংয়ের জন্য। আরব আমির শাহির বিরুদ্ধে তিন অলরাউন্ডার রাখা হয়েছে ভারতের একাদশে। এর মধ্যে দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল। প্রয়োজনে বোলিংয়ে ছাপ ফেলতে পারেন অভিষেক শর্মাও।
আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত বোলিং করেন না রিঙ্কু সিং। ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম সিরিজ শ্রীলঙ্কার মাটিতে বোলিং করেছিলেন রিঙ্কু। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে অবশ্য বোলিংয়ে দেখা যায়। ফলে ব্য়াটিংয়ে যেমন ধারাবাহিক হতে হবে, তেমনই বোলিংয়ে আরও ক্ষুরধার হয়ে উঠতে হবে রিঙ্কুকে। তাতে হয়তো একাদশে সুযোগ মিলতে পারে।