Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: কেন ৩৫ নম্বর জার্সি বেছেছিলেন রিঙ্কু সিং? এই গল্প আগে শোনেননি

Rinku Singh Jersey No: আইপিএলে কেকেআরের হয়ে খেলার সময় ৩৫ নম্বর জার্সি পরেন রিঙ্কু সিং। সেই জার্সিই তিনি পেয়েছেন জাতীয় দলে। তাঁর একাধিক অনুরাগীর মনে প্রায়শই প্রশ্ন জাগে, রিঙ্কু কেন ৩৫ নম্বরের জার্সি পরেন? কলকাতা নাইট রাইডার্সের ফেসবুকে ঢুঁ মারলে দেখা যায় ২০১৯ সালের একটি ভিডিয়ো। যেখানে নাইট তারকা রিঙ্কু সিংকে তাঁর জার্সি নম্বর নিয়ে প্রশ্ন করা হয়।

Rinku Singh: কেন ৩৫ নম্বর জার্সি বেছেছিলেন রিঙ্কু সিং? এই গল্প আগে শোনেননি
Follow Us:
| Updated on: Jan 25, 2024 | 5:10 PM

কলকাতা: নাম দিয়ে যায় চেনা… এ কথা অনেকেই বলে থাকেন। তেমনই ক্রিকেটের ক্ষেত্রে অনেকে বলেন জার্সি দিয়েও যায় ক্রিকেটার চেনা। সত্যিই তাই। ১০ নম্বর জার্সির কথা উঠলেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সামনে জ্বলজ্বল করে সচিন তেন্ডুলকরের ছবি। ৭ নম্বর জার্সির কথা উঠলেই সকল টিম ইন্ডিয়ার অনুরাগীদের মনে পড়ে যায় মহেন্দ্র সিং ধোনির কথা। তেমনই ১৮ নম্বর মানেই বিরাট কোহলির জার্সি। দেশ-বিদেশের ক্রিকেটারদের জার্সি নম্বরের সঙ্গে একাধিক গল্প জড়িয়ে থাকে। টিম ইন্ডিয়ার নয়া সেনসেশন রিঙ্কু সিং (Rinku Singh)। তাঁর জার্সি নম্বর ৩৫। কিন্তু কেন তাঁর জার্সি নম্বর ৩৫, সেই গল্প কী জানেন?

আইপিএলে কেকেআরের হয়ে খেলার সময় ৩৫ নম্বর জার্সি পরেন রিঙ্কু সিং। সেই জার্সিই তিনি পেয়েছেন জাতীয় দলে। তাঁর একাধিক অনুরাগীর মনে প্রায়শই প্রশ্ন জাগে, রিঙ্কু কেন ৩৫ নম্বরের জার্সি পরেন? কলকাতা নাইট রাইডার্সের ফেসবুকে ঢুঁ মারলে দেখা যায় ২০১৯ সালের একটি ভিডিয়ো। যেখানে নাইট তারকা রিঙ্কু সিংকে তাঁর জার্সি নম্বর নিয়ে প্রশ্ন করা হয়।

সেই প্রশ্নের উত্তরে রিঙ্কু সিং বলেন, ‘আলিগড়ে একটা টুর্নামেন্ট হয়েছিল। ওয়ার্ল্ড কাপ স্কুল টুর্নামেন্ট। সেখানে আমার জার্সি নম্বর ৩৫ ছিল। সেই টুর্নামেন্টের সেরা হয়েছিলাম আমি। পুরস্কার হিসেবে আমি বাইক পেয়েছিলাম। আর ওই টুর্নামেন্টের পর থেকে বাবার কাছে আর মার খেতে হয়নি।’ টুর্নামেন্টের সেরা হয়ে রিঙ্কুর ৩৫ নম্বরের জার্সি পছন্দের হয়ে ওঠে। ক্রিকেটমহলের মতে, যে কারণে কেকেআরে খেলার সময় তিনি ৩৫ নম্বরের জার্সি চেয়েছিলেন। এবং একইভাবে জাতীয় দলের হয়ে খেলার সময়ও একই জার্সি পেয়েছেন তিনি।

টি-২০ ফর্ম্যাটে রিঙ্কু সিংয়ের বিদ্যুৎগতিতে উত্থান দেখেছে ক্রিকেট বিশ্ব। আলিগড়ের রিঙ্কু ইতিমধ্যেই অনেকের নয়ণের মণি হয়ে উঠেছেন। পেয়েছেন টিম ইন্ডিয়ার নয়া ফিনিশারের তকমা। এই মুহূর্তে তিনি ভারত এ টিমের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলায় ব্যস্ত। শেষ মুহূর্তে রিঙ্কুকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারত এ টিমে অন্তর্ভুক্ত করা হয়। ব্যাট হাতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে নজর কাড়তে পারেননি তিনি। ৪ বল খেলে শূন্যে ফেরেন রিঙ্কু।