AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ১৪০ কিমি ডেলিভারি সামলাচ্ছেন নেটে, বিশ্বকাপে ফিরছেন পন্থ?

Team India: ঋষভ পন্থ নেটে থ্রো ডাউন শুরু করেছেন গত মাসে। সম্প্রতি যে খবর পাওয়া যাচ্ছে, তাতে পন্থের বিশ্বকাপ (Cricket World Cup 2023) খেলার সম্ভবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। হাতে মেরেকেটে ২ মাস। তার মধ্যে কি ম্যাচ ফিট হতে পারবেন উইকেটকিপার-ব্যাটার?

Rishabh Pant: ১৪০ কিমি ডেলিভারি সামলাচ্ছেন নেটে, বিশ্বকাপে ফিরছেন পন্থ?
Rishabh Pant: ১৪০ কিমি ডেলিভারি সামলাচ্ছেন নেটে, বিশ্বকাপে ফিরছেন পন্থ? Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 4:00 PM
Share

বেঙ্গালুরু: নিজের পায়ে দাঁড়ানোর পর থেকে নিয়ম করে আপডেট দেন। ওয়াটার থেরাপি, রিহ্যাব, জিম সেশনের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন ফেরার জন্য কতটা মুখিয়ে রয়েছেন। ঘরের মাঠে বিশ্বকাপ। তাঁর মতো কার্যকরী ক্রিকেটার না থাকলে টিমের ভারসাম্য নষ্ট হবে। এ নিয়ে প্রাক্তনরা রোজই উদ্বেগ প্রকাশ করছেন। তার মধ্যেই একটু একটু করে লক্ষ্যপূরণের পথে হাঁটছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নেটে থ্রো ডাউন শুরু করেছেন গত মাসে। সম্প্রতি যে খবর পাওয়া যাচ্ছে, তাতে পন্থের বিশ্বকাপ (Cricket World Cup 2023) খেলার সম্ভবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। হাতে মেরেকেটে ২ মাস। তার মধ্যে কি ম্যাচ ফিট হতে পারবেন উইকেটকিপার-ব্যাটার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঋষভ পন্থের অভাব সব সময়ই টের পাচ্ছে টিম ইন্ডিয়া। এবং পন্থের ভক্তরা। ফলে তিনি যদি বিশ্বকাপের আগে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে যান তা হলে সুবিধে হবে ভারতীয় টিমের। এবং খুশি হবেন তাঁর ভক্তরা। RevSportz এর রিপোর্ট অনুযায়ী, এনসিএতে রিহ্যাব করা ঋষভ এখন ১৪০ কিমি বলের মোকাবিলা করছেন। এনসিএর এক সূত্রের মতে, ঋষভ দারুণ ভাবে সুস্থতার পথে এগোচ্ছেন। তিনি বলেন, ‘ঋষভ এখন ১৪০ কিমির বলে অনুশীলন শুরু করেছেন। সুস্থতার পথে তিনি যে ভাবে এগোচ্ছেন, তা দেখে আমরা সকলে খুশি। সুস্থতার পথে তিনি প্রতিটি বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন। তাঁর পরবর্তী লক্ষ্য দ্রুত শরীর নাড়াচাড়া করা। আগামী কয়েক মাস আমরা এই নিয়ে কাজ করব।’

বেশ দ্রুত গতিতে সুস্থতার পথে এগোচ্ছেন ঋষভ পন্থ। তাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিকেল স্টাফ এবং সেখান কার ট্রেনাররা আশাবাদী ঋষভ দ্রুত পুরোপুরি ফিট হয়ে তাঁদের আরও চমকে দেবেন। ঋষভ নিজে মনে প্রাণে মাঠে ফিরতে মরিয়া। কিন্তু তাঁর ২২ গজে ফেরার রাস্তাটা এতটাও সহজ নয়। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন পন্থ। নতুন জীবন পেয়ে, সব নতুন ভাবে শুরু করেছেন পন্থ।