বাতাসে বহিছে প্রেম… বসন্ত এসে গেছে… কী চমকে গেলেন নাকি? ভরা গ্রীষ্মে আবার বসন্ত ফিরল কখন? ঋতুর ক্যালেন্ডার যতই পাল্টান, মনে যে এখন কোকিল ডাকছে। বইছে মিঠে বাতাস। আর কেমন যেন উড়ু-উড়ু মন! ফোনে সারাক্ষণ ফিসফিস কথা। আর ঘনঘন হোয়্যাটসঅ্যাপে মেসেজ। রোগের সব লক্ষণ পূর্ণমাত্রায়। হবেই তো, প্রেম দিয়েছে ডাক! প্রবল জ্বরে আক্রান্ত রোগীর নাম কী? যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ভারতীয় ক্রিকেটে কানাকানি চলছে লেগস্পিনারকে নিয়ে। শোনা যাচ্ছে, চাহালের জীবনে নাকি এসে গেছে নতুন বসন্ত।
আইপিএলে পঞ্জাব কিংসের জার্সিতে এ মরসুমে খেলতে দেখা যাচ্ছে যুজি চাহালকে। দুটো ম্যাচে খেলেছেন। দাগ কাটতে পারেননি। ২ ম্যাচে উইকেট, মোটে এক। গুজরাটের বিরুদ্ধে খুব খরুচে ছিলেন। লখনউয়ের বিরুদ্ধে ৩৬ রানে এক উইকেট। পারফরম্যান্স নিয়ে তেমন চর্চা নেই। কিন্তু চাহাল যে প্রেমে বেহাল। তাই চর্চার মগডালে যুজি।
সম্প্রতি কোরিওগ্রাফার, ইউটিউবার এবং ডেন্টিস্ট ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদ হয়েছে চাহালের। এরই মাঝে বসন্তের হাওয়ার মতো চাহালের জীবনে এন্ট্রি নিয়েছেন আর এক সুন্দরী। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেই সুন্দরীর পাশে বসে ম্যাচ দেখেছেন চাহাল। ছবি ভাইরাল হয়েছিল। এরপরই খোঁজ পড়ে ওই রহস্যময়ী নারীর। তিনি পেশায় রেডিও জকি। মাঝে মাঝে তাঁকে চাহালের সঙ্গে দেখা গিয়েছে। কখনও একসঙ্গে খেলা দেখা, কখনও ডিনারে যাওয়া। কিছুই নজর এড়ায়নি নেটিজ়েনদের।
অনেকেই বলাবলি করছিলেন, চাহাল হয়তো ডিভোর্সের পর ওই স্ট্র্যাটেজিতে যাচ্ছেন যে, ‘ঠুকরাকে মেরা পেয়ার, মেরা ইন্তেকাম দেখেগি…’, না না ঠিক ইন্তেকামের গল্প এটা নয়। চাহাল পুরনো জীবন ফেলে রেখে নতুন শুরু করতে চাইছেন। নেটিজ়েনদের মতে, মেহবেশের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন চাহাল। কিন্তু মেহবেশ এ বার শুনিয়েছেন অন্য কথা।
সম্প্রতি এক পডকাস্টে আরজে মেহবেশ জানিয়েছেন, তিনি বর্তমানে সিঙ্গল। এমনকি এখন প্রেম, বিয়ে নিয়ে ভাবছেনই না। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে, তিনি ক্যাজুয়াল ডেটিংয়ে বিশ্বাসী নন। তখনই তিনি কাউকে ডেট করবেন, যদি মনে হয় তাঁকে বিয়ে করা সম্ভব। অল্প বয়সেই ধাক্কা খেয়েছিলেন মেহবেশ। জানিয়েছেন নিজেই। মাত্র ১৯ বছর বয়সে এনগেজড হয়েছিলেন। ২১ বছর বয়সে সম্পর্ক ভেঙে যায়। এরপরই মেহবেশ ঠকে শেখার পথে হাঁটা শুরু করেছেন। চাহাল ও ধনশ্রীর বিয়ে বেশিদিন টেকেনি। মেহবেশ কি চাহালকে তাঁর জীবনে চিরতরে থাকার সুযোগ দেবেন? যুজির অনুরাগীদের মনে আসছে শুধু এই প্রশ্ন।
বাতাসে বহিছে প্রেম… বসন্ত এসে গেছে… কী চমকে গেলেন নাকি? ভরা গ্রীষ্মে আবার বসন্ত ফিরল কখন? ঋতুর ক্যালেন্ডার যতই পাল্টান, মনে যে এখন কোকিল ডাকছে। বইছে মিঠে বাতাস। আর কেমন যেন উড়ু-উড়ু মন! ফোনে সারাক্ষণ ফিসফিস কথা। আর ঘনঘন হোয়্যাটসঅ্যাপে মেসেজ। রোগের সব লক্ষণ পূর্ণমাত্রায়। হবেই তো, প্রেম দিয়েছে ডাক! প্রবল জ্বরে আক্রান্ত রোগীর নাম কী? যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ভারতীয় ক্রিকেটে কানাকানি চলছে লেগস্পিনারকে নিয়ে। শোনা যাচ্ছে, চাহালের জীবনে নাকি এসে গেছে নতুন বসন্ত।
আইপিএলে পঞ্জাব কিংসের জার্সিতে এ মরসুমে খেলতে দেখা যাচ্ছে যুজি চাহালকে। দুটো ম্যাচে খেলেছেন। দাগ কাটতে পারেননি। ২ ম্যাচে উইকেট, মোটে এক। গুজরাটের বিরুদ্ধে খুব খরুচে ছিলেন। লখনউয়ের বিরুদ্ধে ৩৬ রানে এক উইকেট। পারফরম্যান্স নিয়ে তেমন চর্চা নেই। কিন্তু চাহাল যে প্রেমে বেহাল। তাই চর্চার মগডালে যুজি।
সম্প্রতি কোরিওগ্রাফার, ইউটিউবার এবং ডেন্টিস্ট ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদ হয়েছে চাহালের। এরই মাঝে বসন্তের হাওয়ার মতো চাহালের জীবনে এন্ট্রি নিয়েছেন আর এক সুন্দরী। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেই সুন্দরীর পাশে বসে ম্যাচ দেখেছেন চাহাল। ছবি ভাইরাল হয়েছিল। এরপরই খোঁজ পড়ে ওই রহস্যময়ী নারীর। তিনি পেশায় রেডিও জকি। মাঝে মাঝে তাঁকে চাহালের সঙ্গে দেখা গিয়েছে। কখনও একসঙ্গে খেলা দেখা, কখনও ডিনারে যাওয়া। কিছুই নজর এড়ায়নি নেটিজ়েনদের।
অনেকেই বলাবলি করছিলেন, চাহাল হয়তো ডিভোর্সের পর ওই স্ট্র্যাটেজিতে যাচ্ছেন যে, ‘ঠুকরাকে মেরা পেয়ার, মেরা ইন্তেকাম দেখেগি…’, না না ঠিক ইন্তেকামের গল্প এটা নয়। চাহাল পুরনো জীবন ফেলে রেখে নতুন শুরু করতে চাইছেন। নেটিজ়েনদের মতে, মেহবেশের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন চাহাল। কিন্তু মেহবেশ এ বার শুনিয়েছেন অন্য কথা।
সম্প্রতি এক পডকাস্টে আরজে মেহবেশ জানিয়েছেন, তিনি বর্তমানে সিঙ্গল। এমনকি এখন প্রেম, বিয়ে নিয়ে ভাবছেনই না। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে, তিনি ক্যাজুয়াল ডেটিংয়ে বিশ্বাসী নন। তখনই তিনি কাউকে ডেট করবেন, যদি মনে হয় তাঁকে বিয়ে করা সম্ভব। অল্প বয়সেই ধাক্কা খেয়েছিলেন মেহবেশ। জানিয়েছেন নিজেই। মাত্র ১৯ বছর বয়সে এনগেজড হয়েছিলেন। ২১ বছর বয়সে সম্পর্ক ভেঙে যায়। এরপরই মেহবেশ ঠকে শেখার পথে হাঁটা শুরু করেছেন। চাহাল ও ধনশ্রীর বিয়ে বেশিদিন টেকেনি। মেহবেশ কি চাহালকে তাঁর জীবনে চিরতরে থাকার সুযোগ দেবেন? যুজির অনুরাগীদের মনে আসছে শুধু এই প্রশ্ন।