Yuzvendra Chahal: লাভ বার্ডস… যুজি চাহালের সঙ্গে পা মিলিয়ে টিম বাসে মেহবেশ!

যুজবেন্দ্র চাহাল পঞ্জাব কিংসের হয়ে এ বারের আইপিএলে (IPL) খেলছেন। আর পঞ্জাবের ম্যাচে চাহালের 'ফ্যান-গার্ল' হয়ে যেন হাজির হচ্ছেন মেহবেশ!

Yuzvendra Chahal: লাভ বার্ডস... যুজি চাহালের সঙ্গে পা মিলিয়ে টিম বাসে মেহবেশ!
লাভ বার্ডস... যুজি চাহালের সঙ্গে পা মিলিয়ে টিম বাসে মেহবেশ!Image Credit source: X

Apr 20, 2025 | 2:31 PM

কলকাতা: নিজেকে আদ্যোপান্ত সিঙ্গল বলে দাবি করা মেহবেশের হলটা কী! ক্রিকেট নিয়ে যাঁরা খানিক খোঁজ খবর রাখেন, তাঁকে গত কয়েকদিন ধরে এই নামটার সঙ্গে পরিচিত হয়েছেন। তবে ইনি ক্রিকেটার নন। তবে তাঁর নাম জড়িয়েছে এক নামকরা ক্রিকেটারের সঙ্গে। তিনি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। পঞ্জাব কিংসের হয়ে এ বারের আইপিএলে (IPL) খেলছেন। আর পঞ্জাবের ম্যাচে চাহালের ‘ফ্যান-গার্ল’ হয়ে যেন হাজির হচ্ছেন মেহবেশ! সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি-ভিডিয়ো ভাইরাল হতেই এমনটা বলছেন নেটিজ়েনরা। এ বার পঞ্জাবের টিম বাসের দিকে চাহালের সঙ্গে পা মিলিয়ে যেতে দেখা গেল মেহবেশকে।

পেশায় আরজে মেহবেশ কিছুদিন আগে জানিয়েছিলেন, তিনি সিঙ্গল। তবে সম্প্রতি তাঁকে বার বার যুজবেন্দ্র চাহালের সঙ্গে দেখা যাচ্ছে। যা দেখে নেটিজ়েনরাও দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রবি-বিকেলে মুল্লানপুরে আরসিবির বিরুদ্ধে পঞ্জাবের ম্যাচ। তার আগে চাহাল ও মেহবেশের এক ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। যেখানে তাঁদের একসঙ্গে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পঞ্জাব কিংসের টিম বাসের দিকে এগোতে দেখা যায়।

এই ধরনের একটা ভিডিয়ো আলোচনা শুরু করার জন্য যথেষ্ট। আর হচ্ছেও সেটাই। এই কদিন আগে কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের দুরন্ত জয়ের দিন মেহবেশ তারকা স্পিনার যুজি চাহালের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রাম স্টোরিতে। লিখেছিলেন, ‘অত্যন্ত অসাধারণ মানুষ! এই কারণেই আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী!!! অসম্ভব!’ কখনও একসঙ্গে তাঁদের গ্যালারিতে দেখা যাচ্ছে। কখনও আবার তাঁদের ডিনার করতে দেখা গিয়েছে। এখন তো একই টিম বাসে উঠতে একসঙ্গে পা বাড়াতেও দেখা গেল। এরপরও তাঁদের লাভ বার্ডস না বলে থাকতে পারছেন না নেটিজ়েনরা।