
কলকাতা: স্বস্তি? না। যে ভূমিকায় এতদিন দেখা যেত তাঁদের, আবার সেই ভূমিকাতেই নিজেদের তুলে ধরতে চেয়েছিলেন। অবশেষে তাই হল। দুটিতে জুটিতে জেতালেন ভারতকে (India)। সিরিজ খোয়া গিয়েছে ঠিকই, কিন্তু সম্মান নিয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরছেন দুই তারকা। ম্যাচের পর সেই কথাই তুলে ধরেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। নতুন টিম, কিন্তু তরুণদের পাশে থাকার চেষ্টা করেছেন দুই সিনিয়র। দল যেন আবার ছন্দ খুঁজে পেল রো-কো জুটির জন্যই।
ম্যাচের পর রোহিত শর্মা বলেছেন, ‘অস্ট্রেলিয়াতে যে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে, তা জানতাম। কোয়ালিটির বোলারদের সামলানোটাই আসল কাজ। অনেক খেলিনি। কিন্তু ভালো প্রস্তুতিও করেছিলাম। পুরনো আত্মবিশ্বাসটা খানিকটা হলেও ফিরে এল। আমরা সিরিজটা জিততে পারিনি ঠিকই, কিন্তু অনেক ইতিবাচক বিষয় নিয়ে ফিরতে পারছি। তরুণ দলের জন্য এটা খুব জরুরি। যখন টিমে সুযোগ পেয়েছিলাম, মনে করার চেষ্টা করেছিলাম, সিনিয়রদের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছি। এখন সেই কাজটাই আমাদের করতে হবে। অস্ট্রেলিয়ায় খেলা সহজ নয়। আমাদের অভিজ্ঞতাটা দলের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি।’
A clinical bowling and fielding effort 👏
A magnificent partnership between 2️⃣ greats 🫡📸 Moments to cherish from #TeamIndia‘s 9️⃣-wicket victory in Sydney!
Updates ▶ https://t.co/omEdJjQOBf#AUSvIND | #3rdODI pic.twitter.com/uK7BJJeAUT
— BCCI (@BCCI) October 25, 2025
সিডনিতে ম্যাচ জিতে উচ্ছ্বসিত বিরাট। বলেওছেন, ‘চাপ থেকে বেরিয়ে আসতে পেরে ভালো লাগছে। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে না, তখন চ্যালেঞ্জ বড় হয়ে ওঠে। ক্রিজে গিয়ে সেরাটা দেওয়ার চেষ্টাই করি সব সময়। রোহিতের সঙ্গে ব্যাট করা সব সময় সহজ। আমরা দু’জন মিলে ম্য়াচটা শেষ করে ফিরতে পারলাম। শুরু থেকেই খেলাটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। এটাই সাফল্যের একমাত্র কারণ। ২০১৩ সাল থেকেই এটা আমরা ঘরের মাঠে করে আসছি। অস্ট্রেলিয়াও ভালো করে জানত, আমরা ২০ ওভার ব্যাট করতে পারলেই ম্যাচটা জিতে যাব।’