Virat Kohli-Rohit Sharma: এ বছর কতবার একসঙ্গে দেখা যাবে রো-কো জুটিকে? জেনে নিন সূচি

Virat Kohli and Rohit Sharma-Team India: ইংল্যান্ড সফরে শুভমন গিলের নেতৃত্বে খেলবে ভারত। বিরাট-রোহিতকে ছাড়া সিরিজ, যা দেখতে অভ্যস্ত নন ক্রিকেট প্রেমীরা। ফের কবে একসঙ্গে খেলতে দেখা যাবে? এ বছর কতবারই বা দেখা যাকে রো-কো জুটিকে? জেনে নিন বিস্তারিত।

Virat Kohli-Rohit Sharma: এ বছর কতবার একসঙ্গে দেখা যাবে রো-কো জুটিকে? জেনে নিন সূচি
Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images

Jun 17, 2025 | 4:40 PM

আইপিএলের পর সাময়িক বিরতি। এ বার টেস্ট সিরিজ শুরু হচ্ছে। কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার চেয়ে হতাশাই যেন বেশি। ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে। আইপিএলের মাঝপথে হঠাৎ টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা। এর কিছুদিনের মধ্যে একই সিদ্ধান্ত বিরাট কোহলিরও। ইংল্যান্ড সফরে শুভমন গিলের নেতৃত্বে খেলবে ভারত। বিরাট-রোহিতকে ছাড়া সিরিজ, যা দেখতে অভ্যস্ত নন ক্রিকেট প্রেমীরা। ফের কবে একসঙ্গে খেলতে দেখা যাবে? এ বছর কতবারই বা দেখা যাকে রো-কো জুটিকে? জেনে নিন বিস্তারিত।

গত বছর টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালের সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপ জিতে পুরস্কার নিয়ে ঘোষণা করেন, এই ফরম্যাটে দেশের জার্সিতে আর খেলবেন না। সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাও জানান, তিনিও টি-টোয়েন্টিতে আর দেশের জার্সিতে খেলবেন না। পরদিন রবীন্দ্র জাডেজাও একই সিদ্ধান্তের কথা জানান। টি-টোয়েন্টি এবং টেস্ট, দুই ফরম্যাটেই জাতীয় দলে প্রাক্তন বিরাট ও রোহিত। হাতে এখন শুধুই ওয়ান ডে ক্রিকেট।

এ বছর ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। লক্ষ্য এ বার ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ জয়। এখনও অবধি যা পরিস্থিতি, রোহিত-বিরাটকে ওয়ান ডে বিশ্বকাপে দেখা যাবে। যদিও এ বছর মাত্র ৯ ম্যাচে একসঙ্গে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের ওয়ান ডে ফরম্যাটের সূচি।

অগস্টে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। ১৭, ২০ ও ২৩ অগস্ট এই ম্যাচ তিনটি হবে।

অক্টোবরে ভারতে আসছে অস্ট্রেলিয়া। সেই সিরিজেও তিনটি ওয়ান ডে রয়েছে। ১৯, ২৩, ২৫ অক্টোবর তিনটি ওয়ান ডে খেলবে ভারত-অস্ট্রেলিয়া।

নভেম্বর-ডিসেম্বরে ভারতে আসছে টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ভারত সফরে তিনটি ওয়ান ডে ম্যাচও খেলবে তারা। ৩০ নভেম্বর, ৩, ৬ ডিসেম্বর তিনটি ওয়ান ডে খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ সব মিলিয়ে এ বছর মাত্র ৯ ম্যাচে রোহিত-বিরাটকে একসঙ্গে খেলতে দেখা যাবে। চোট কিংবা ব্যক্তিগত কারণে সরে না দাঁড়ালে বা টিম ম্যানেজমেন্ট অন্য কোনও সিদ্ধান্ত না নিলে এমনই হতে চলেছে।