
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নানা রেকর্ড রয়েছে রোহিত শর্মার। সব মিলিয়ে আধডজন ট্রফি জিতেছেন আইপিএলে। ক্যাপ্টেন হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন পাঁচটি ট্রফি। এখন তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নন। তবে কাগজে কলমে না হলেও তিনি যে লিডার, এ কথা বলার অপেক্ষা রাখে না। সেই রোহিতের নামে প্রতিনিয়ত কোনও না কোনও রেকর্ড যোগ হয়। আইপিএলের মঞ্চে এ দিন পেরিয়ে গিয়েছেন ৭ হাজার রানের মাইলস্টোন। আইপিএলের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ড রোহিতের। সঙ্গে ছয় মারার আরও একটা রেকর্ড গড়লেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে ৩০০ কিংবা তার বেশি ছয় মারার একমাত্র রেকর্ড ছিল ক্রিস গেইলের নামে। আইপিএলে ৩৫৭টি ছয় মেরেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। বিশ্বের দ্বিতীয় এবং প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ৩০০ ছয়ের রেকর্ড গড়লেন রোহিত শর্মা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচের আগে আইপিএলে রোহিতের ছয়ের সংখ্যা ছিল ২৯৮। এ দিন এই রেকর্ড হয়তো হত না। দু-বার ক্যাচ মিস হয় রোহিতের। জোড়া সুযোগ হাতছাড়া করেননি।
হাফসেঞ্চুরির পথেই জোড়া ছয় মেরে ৩০০ ছয় মারার রেকর্ড গড়ে ফেলেন। দ্রুতই সংখ্যাটা ছাপিয়েও যান রোহিত শর্মা। আইপিএলে ছয় মারার নিরিখে রোহিত শর্মার পরই রয়েছেন কিং কোহলি। ২৯১টি ছয় মেরেছেন বিরাট। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর রয়েছে ২৬৪টি ছয়। যদিও সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রোহিতের কাছাকাছি রয়েছেন একমাত্র বিরাট কোহলিই।