Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ২০ দিন পার… বিশ্বকাপ হারের যন্ত্রণা নিয়ে মনের কথা জানালেন রোহিত শর্মা

দেশের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup 2023) হাতছাড়া হওয়ার পর একেবারে চুপ হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। দীর্ঘ ২০ দিন পর এ বার বিশ্বকাপ হারের যন্ত্রণা নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মনের অবস্থা তুলে ধরেছেন হিটম্যান।

Rohit Sharma: ২০ দিন পার... বিশ্বকাপ হারের যন্ত্রণা নিয়ে মনের কথা জানালেন রোহিত শর্মা
বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ২০ দিন পর মুখ খুললেন রোহিত শর্মা।Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 2:59 PM

মুম্বই: সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়… কবি যোগীন্দ্রনাথ সরকারের অতি পরিচিত কবিতা ‘কাকাতুয়া’-র এই কয়েকটা লাইন সবার জীবনেই ঘটে থাকে। দেশের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup 2023) হাতছাড়া হওয়ার পর একেবারে চুপ হয়ে গিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। দীর্ঘ ২০ দিন পর এ বার বিশ্বকাপ হারের যন্ত্রণা নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মনের অবস্থা তুলে ধরেছেন হিটম্যান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দীর্ঘদিন ভারতে আইসিসি ট্রফি আসেনি। এ বার সেই সোনালি ট্রফি দেশে আসার সুবর্ণ সুযোগ ছিল। টুর্নামেন্টের অন্যতম সফল দল অস্ট্রেলিয়াকে হারালেই তৃতীয় বার বিশ্বকাপ ট্রফি আসত ভারতীয় শিবিরে। কিন্তু টিম ইন্ডিয়ার তিরে এসে তরী ডোবে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৯ নভেম্বর ভারতকে হারিয়ে বিশ্বকাপ ডনের দেশে নিয়ে যান প্যাট কামিন্সরা।

অজিদের কাছে বিশ্বকাপ হারার পরের কয়েকটা দিন কেমন কেটেছিল রোহিতে? তিনি জানান, সেই সময় সামনে এগিয়ে চলা তাঁর জন্য রীতিমতো কঠিন ছিল। পরিবারকে নিয়ে রোহিত তাই বিশ্বকাপের পর সময় কাটাতে চলে গিয়েছিলেন লন্ডনে। এ বার মুম্বই ইন্ডিয়ান্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন হিটম্যান। তাতে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ‘কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব তা আমি জানতাম না। ওই সময় কী করব আমি সেটাও বুঝতে পারিনি। আমার পরিবার ও বন্ধুরা আমাকে সেই সময় এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল। ওরা সব কিছু হালকা করার চেষ্টা করে গিয়েছিল। ওই হার হজম করা খুব কঠিন ছিল। কিন্তু জীবন তো থেমে থাকে না, এগিয়ে চলে। তাই সবকিছু ফেলে রেখে এগিয়ে যেতে হয়। তবে সত্যি কথা বলতে কী ওভাবে এগিয়ে চলা মোটেও সহজ ছিল না। ৫০ ওভারের বিশ্বকাপ দেখে আমি বড় হয়েছি। আমার মতে তাতে চ্যাম্পিয়ন হলে জীবনের সেরা পুরস্কার পেতাম। বিশ্বকাপের জন্যই তো এতগুলো বছর পরিশ্রম করেছি আমরা। শেষ মুহূর্তে যদি সাফল্য ধরা না দেয়, তা হলে অবশ্যই হতাশে হতে হয়।’

টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু সোনালি ট্রফি হাতে তোলা হয়নি। এ বিষয়ে রোহিত বলেন, ‘আমাদের তরফ থেকে যা করার ছিল আমরা সেটাই করেছি। যদি কেউ আমাদের প্রশ্ন করেন, কোথায় ভুল হল, তা হলে বলব, আমরা ১০টা ম্যাচ টানা জিতেছিলাম। তাতে যে ভুল করিনি তা নয়। প্রত্যেকটা ম্যাচেই কিছু না কিছু ভুল হয়। নিখুঁত ম্যাচ বলে কিছুই হয় না। দলকে নিয়ে বলতে হলে, এককথায় বলা যায় আমরা যেভাবে খেলেছি তা অসাধারণ। আমরা যেভাবে খেলে ফাইনালে উঠেছিলাম তাতে আশা করি দর্শকদের আনন্দ দিতে পেরেছিলাম। আমাদের পাশাপাশি দর্শকরাও বিশ্বকাপ আমাদের হাতে দেখার স্বপ্ন দেখেছিল। তাঁদের জন্যও আমার খারাপ লেগেছে।’ বিশ্বকাপ ফাইনালের পর এখনও অবধি জাতীয় দলে রোহিত ফেরেননি। কয়েকদিন পর তিনি দক্ষিণ আফ্রিকায় যাবেন। এবং প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন ও দলকে নেতৃত্ব দেবেন।