Rohit Sharma: ভোররাতে মুম্বইয়ে রোহিতরা, ক্লান্তি ভুলে সেলফি টাইম!
Asia Cup 2023: খেতাব জয়ের ২৪ ঘণ্টাও কাটেনি, দেশে ফিরেছেন রোহিত শর্মারা। কলম্বো থেকে গভীর রাতের বিমান ধরেন ভারতীয় ক্রিকেটাররা। আজ, সোমবার ভোররাতে মুম্বইয়ে পৌঁছে যান বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে দেখা যায় একাধিক ভারতীয় ক্রিকেটারকে। সেখানেই দেখা যায় ভক্তরা ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানাচ্ছেন।
মুম্বই: অষ্টম বার এশিয়া সেরা হয়েছে ভারত (India)। খেতাব জয়ের ২৪ ঘণ্টাও কাটেনি, দেশে ফিরেছেন রোহিত শর্মারা। কলম্বো থেকে গভীর রাতের বিমান ধরেন ভারতীয় ক্রিকেটাররা। তার আগে অবশ্য ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টিম হোটেলে পাসপোর্ট ভুলে আসেন। পরে অবশ্য দলের সাপোর্ট স্টাফ তা এনে দেন রোহিতকে। সেই ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়। এরই মাঝে আজ, সোমবার ভোররাতে মুম্বইয়ে পৌঁছে যান বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে দেখা যায় একাধিক ভারতীয় ক্রিকেটারকে। সেখানেই দেখা যায় ভক্তরা ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানাচ্ছেন। একে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনাল ম্যাচ খেলা, তারপর সফরের ক্লান্তি, তারপরও হাসিমুখে ভক্তদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন রোহিত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চল বেটা সেলফি লে লে রে… তাও আবার এই সেলফি যার তার সঙ্গে নয়, একেবার সদ্য এশিয়া কাপ জেতা ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে। ভোররাতে এমন ইচ্ছেপূরণ হবে কতজন ভারতীয় ক্রিকেট প্রেমী ভেবেছিলেন? সামনে যখন হিটম্যান, তিনি তো ভক্তদের আবদার মেটাবেনই। সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে, একের পর এক ভারতীয় ক্রিকেটাররা মুম্বইয়ের কালিনা এয়ারপোর্ট থেকে নিজেদের গাড়িতে করে বাড়ির উদ্দেশে বেরিয়ে যাচ্ছেন। সেখানেই সবশেষে বেরোন রোহিত শর্মা। ভক্তরা এশিয়া কাপ জয়ের শুভেচ্ছা জানান সকল ক্রিকেটারদের।
#WATCH | Team India arrived at Mumbai’s Kalina Airport after winning the #AsiaCup2023 finals against Sri Lanka.
India beat Sri Lanka in the Asia Cup final by 10 wickets.
(Visuals from earlier today) pic.twitter.com/hN8rX0GTnM
— ANI (@ANI) September 18, 2023
এরপর সকল ভারতীয় ক্রিকেটাররা সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথে ভক্তরা সেলফি তোলার আবদার করেন রোহিত শর্মা কাছে। গেটের ঠিক কাছে এসে গাড়ি থেকে নামেন রোহিত এবং ভক্তদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে থাকেন।
Captain Rohit Sharma went straight from the stadium to hotel and then from hotel to Colombo Airport and then landed at Mumbai Airport.
Just imagine how tired he was, but still he showed his humble gesture and gave his precious time to make fans happy by clicking pics with them. pic.twitter.com/gMBkY3gdeV
— Vishal. (@SPORTYVISHAL) September 18, 2023
এত ক্লান্তির পরও যে ভক্তদের মুখে হাসি ফুটিয়েছেন রোহিত, তার জন্য নেটদুনিয়ায় আলোচনা চলছে।