AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ভিডিয়ো: মহিলা ভক্তর সঙ্গে ‘নাগিন ডান্স’ রোহিতের, স্ত্রী ঋতিকা দেখে যা করলেন…

Watch Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কপিলের শো-তে এক মহিলা ভক্ত রোহিতকে বলেন, 'রোহিত স্যার আপনার একটি রিলস খুব ভাইরাল হয়েছিল। সেটা যদি আমার সঙ্গে একটু করেন, প্লিজ স্যার।'

Rohit Sharma: ভিডিয়ো: মহিলা ভক্তর সঙ্গে 'নাগিন ডান্স' রোহিতের, স্ত্রী ঋতিকা দেখে যা করলেন...
Rohit Sharma: ভিডিয়ো: মহিলা ভক্তর সঙ্গে 'নাগিন ডান্স' রোহিতের, স্ত্রী ঋতিকা দেখে যা করলেন...Image Credit: Ragul Krishnan/ht via Getty Images
| Updated on: Oct 11, 2024 | 8:14 PM
Share

কলকাতা: ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর দ্বিতীয় সিজনের এক এপিসোডে অতিথি হিসেবে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে গিয়েছিলেন টি-২০ বিশ্বকাপজয়ী সূর্যকুমার যাদব, অর্শদীপ সিং, শিবম দুবে ও অক্ষর প্যাটেল। সেখানে রোহিতের কাছে তাঁর এক মহিলা ভক্ত বিশেষ আবদার নিয়ে আসেন। কয়েক বছর আগে হিটম্যানের নাগিন নাচের এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। কপিল শর্মার শো-তে রোহিতের ওই মহিলা ভক্ত তাঁর সঙ্গে নাগিন ডান্স করার আবদার করেন। ভক্তর আবদার ফেরাতে পারেননি রোহিত। আর তা দেখে কী করলেন স্ত্রী ঋতিকা সচদে (Ritika Sajdeh)?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কপিলের শো-তে এক মহিলা ভক্ত রোহিতকে বলেন, ‘রোহিত স্যার আপনার একটি রিলস খুব ভাইরাল হয়েছিল। সেটা যদি আমার সঙ্গে একটু করেন, প্লিজ স্যার।’ মহিলা ভক্তর আবদার শুনে রোহিত কফি কাপ দিয়ে লজ্জায় মুখ ঢেকে নেন। ইশারার বার বার না বলতে থাকেন। এরপর হিটম্যানের ওই ফ্যান দর্শকাসন থেকে মঞ্চে উঠে আসেন। এবং মঞ্চে এসে তিনি আনন্দে লাফাতে থাকেন। রোহিত লজ্জায় হাসতে থাকেন। দর্শকাসনে বসে থাকা তাঁর স্ত্রী ঋতিকা মুচকি মুচকি হাসতে থাকেন।

এক ঝলকে দেখে নিন রোহিতের নাগিন ডান্সের পুরনো ভিডিয়োটিও। ২০২১ সালের ২৬ নভেম্বর রোহিত নিজের ইন্সটাগ্রামে এক ভিডিয়ো শেয়ার করেছিলেন। যেখানে তিনি, শ্রেয়স আইয়ার ও শার্দূল ঠাকুর তিন জন মিলে নাচ করছিলেন। সেখানেই তাঁরা নাগিন ডান্সের স্টেপটিও করেন। ওই ভিডিয়োটিতে ২৫ লক্ষ ৩৫ হাজার লাইক পড়েছিল।