IND vs AUS: অপেক্ষায় পুরো টিম, দেখা নেই যশস্বীর; ক্ষোভে ফেটে পড়লেন রোহিত!

Dec 11, 2024 | 10:03 PM

Yashasvi Jaiswal-Rohit Sharma: লোকেশ রাহুলের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফর্ম করেছিলেন যশস্বী ও বিরাট। দু-জনই সেঞ্চুরি করেছিলেন। যদিও সিরিজে লিড ধরে রাখতে পারেনি ভারত। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে হার। হতাশার মাঝে রোহিতের বিরক্তি বাড়ালেন যশস্বী জয়সওয়াল!

IND vs AUS: অপেক্ষায় পুরো টিম, দেখা নেই যশস্বীর; ক্ষোভে ফেটে পড়লেন রোহিত!
Image Credit source: SportsTak

Follow Us

পারথে জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল ভারতীয় দল। প্রথম টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। চোটের কারণে খেলতে পারেননি শুভমন গিলও। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। লোকেশ রাহুলের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফর্ম করেছিলেন যশস্বী ও বিরাট। দু-জনই সেঞ্চুরি করেছিলেন। যদিও সিরিজে লিড ধরে রাখতে পারেনি ভারত। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে হার। হতাশার মাঝে রোহিতের বিরক্তি বাড়ালেন যশস্বী জয়সওয়াল!

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ১-১ অবস্থায় দাঁড়িয়ে। ব্রিসবেনে ১৪ ডিসেম্বর থেকে শুরু সিরিজের তৃতীয় ম্যাচ। গোলাপি টেস্ট শেষ হওয়ার পর অ্যাডিলেডেই প্রস্তুতি সারছিল ভারতীয় দল। গাব্বায় ঘুরে দাঁড়ানোই লক্ষ্য। এ দিন অ্যাডিলেড থেকে টিম ব্রিসবেনে পৌঁছেছে। কিন্তু তার আগে অপ্রীতিকর ঘটনার খবর। স্পোর্টসতকের খবর অনুযায়ী, যশস্বী জয়সওয়ালের উপর চটেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা।

টিমের সকলকেই টাইম দেওয়া থাকে। সেই অনুযায়ী টিমে বাসে রেডি থাকেন প্লেয়াররা। স্পোর্টসতকের খবর অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮.৩০-এ টিম বাস ছাড়ার কথা ছিল হোটেল থেকে। এরপর বিমানবন্দরে রওনা হওয়ার কথা। সূত্রের খবর, প্রধান নির্বাচক অজিত আগরকর, হেড কোচ গম্ভীর সহ সকলেই অপেক্ষায় ছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ে পৌঁছননি ওপেনার যশস্বী জয়সওয়াল। পুরো টিমকেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

এই খবরটিও পড়ুন

রোহিত দ্রুতই এক সাপোর্ট স্টাফকে পাঠান, যশস্বীকে খুঁজে আনতে। টিম ম্যানেজার এবং সিকিউরিটি হেডও বাস থেকে নামেন। দীর্ঘ সময় আলোচনার পর যশস্বীকে ছাড়াই রওনা হওয়ার প্রস্তুতি নেয় টিম। প্রায় ২০ মিনিট পর হাজির যশস্বী। দেখেন বাস ছেড়ে দিয়েছে। টিম ম্যানেজমেন্ট দ্রুতই গাড়ির ব্যবস্থা করে যশস্বীর জন্য। সিকিউরিটি ম্যানেজারও ছিলেন।

শৃঙ্খলাভঙ্গের এই কারণেই তাঁর উপর চটেছেন রোহিত, এমনটাই খবর। পারফরম্যান্স ভালো হওয়ার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের শৃঙ্খলা ধরে রাখাও জরুরি। সেটা করতে না পারলে কী হয়, এর অন্যতম উদাহরণ পৃথ্বী শ। ছোট্ট কেরিয়ারের ব্যাপক সাফল্য পেয়েছেন যশস্বী। শৃঙ্খলার ক্ষেত্রে যে কোনও আপোস করা হবে না, সেটাই যেন মনে করিয়ে দেন ক্যাপ্টেন।

Next Article